সাতক্ষীরায় গ্রামীণ উন্নয়ন সংস্থা, প্রগতি সঞ্চয় ও ঋণদান কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এবং প্রগতি পল্লী উন্নয়ন ফাউন্ডেশন, এই তিন প্রতিষ্ঠানের পরিচালক প্রাণনাথ দাশ। গ্রাহকের ৫৩ কোটি টাকা হাতিয়ে অবৈধ পথে পালিয়ে যান ভারতে। আবারও দেশে ফিরেছেন সীমান্তের অবৈধ পথ ধরে, অবশেষে পড়েছেন ধরা।
গ্রেফতারের খবর পেয়ে সমিতির সদস্যরা ভিড় করছেন সাতক্ষীরা থানায়। অধিক মুনাফার লোভ দেখিয়ে তিনি তিনটি প্রতিষ্ঠানে করেন সদস্য সংগ্রহ।
গ্রাহকের ৫৩ কোটি সঞ্চয়ের টাকা নিয়ে ছয় মাস আগে উধাও হন প্রাণনাথ দাশ ও তার স্ত্রী। এরপর থেকেই দিশেহারা সমিতির তিন হাজার সদস্য।
পুলিশদ জানিয়েছে, চোরাই পথে ভারতে পালিয়ে ছিলেন প্রাণনাথ। গেল ২৮ জুন দেশেও ফিরেছেন সীমান্তের চোরাই পথ ধরে। স্ত্রীসহ সমিতির চার কর্মকর্তার নামে মামলা হয়েছে।
তবে সমিতির তিন হাজার সদস্য আদৌ কি ফিরে পাবেন তাদের কোটি কোটি টাকা? এ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।