বৃহস্পতিবার , ১১ জুলাই ২০২৪ | ৯ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

কোটা আন্দোলনের নামে দুর্ভোগ সৃষ্টি করলে ব্যবস্থা: ডিএমপি

প্রতিবেদক
Newsdesk
জুলাই ১১, ২০২৪ ২:৩৯ অপরাহ্ণ

উচ্চ আদালতের আদেশের পর কোটাবিরোধী আন্দোলনের সুযোগ নেই মন্তব্য করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ বলা হয়েছে, সড়ক অবরোধ করে ভোগান্তি সৃষ্টি করলেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার এক জরুরি এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ড. খ: মহিদ উদ্দিন।

তিনি বলেন, রাস্তা বন্ধ করে কোটা বিরোধী আন্দোলন করলেই আইন অনুযায়ী ব্যবস্থা নিবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

জনগণের চলাচল নির্বিঘ্ন রাখতে আজ পুলিশ কঠোর অবস্থানে যাবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন মহিদ উদ্দিন।

তিনি বলেন, কোটা নিয়ে গতকাল আদালত একটি নির্দেশনা দিয়েছেন। সে পরিপ্রেক্ষিতে কোটা নিয়ে আন্দোলনের আর কোনো অবকাশ নেই।

‘আমরা অনুরোধ করব, আন্দোলনকারী শিক্ষার্থীরা নতুন করে জনদুর্ভোগ সৃষ্টির মতো কর্মসূচি দেবেন না, অন্তত এই চার সপ্তাহ,’ যোগ করেন তিনি।

এরপরেও যদি আন্দোলনের নামে জনদুর্ভোগ সৃষ্টি করা হয়, তাহলে পুলিশ বিধি মোতাবেক ব্যবস্থা নেবে বলেও আন্দোলনকারীদের সাবধান করে দিয়েছেন মহিদ উদ্দিন।

কোটা সংস্কার ও মেধাভিত্তিক নিয়োগ বাতিল করে ২০১৮ সালের পরিপত্র জারি করে সরকার। গত ৫ জুন সেই পরিপত্রের আংশিক অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। এর ফলে সরকারি চাকরিতে আগের কোটা পদ্ধতি ফিরে আসে।

এরপরই হাইকোর্টের আদেশ বাতিল এবং ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে আন্দোলনে নেমেছেন সাধারণ শিক্ষার্থীরা। গত রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টসহ, দেশের বিভিন্ন মহাসড়ক ও রেলপথ অবরোধ করছেন তারা। এতে তীব্র ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।

এরি মধ্যে বুধবার হাইকোর্টের আদেশে এক মাসের স্থিতাবস্থা দিয়েছে আপিল বিভাগ। এই সময়ে সরকারি চাকরিতে কোটা থাকবে না। কোটাবিরোধী আন্দোলনকারীদেরও ক্লাসে ফিরতে বলেছেন প্রধান বিচারপতি।

কিন্তু এসবের কিছুই মানতে নারাজ শিক্ষার্থীরা। ক্লাস-পরীক্ষা বর্জন করে তারা আগের মতোই অবরোধ-কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

কোটাবিরোধী আন্দোলনকারীরা এখন নতুন দাবি তুলেছেন যে, আদালত নয়, সরকারের নির্বাহী বিভাগ থেকে সুস্পষ্ট ঘোষণা আসতে হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

আমিরাতে ক্ষমা পাওয়া ১২ বাংলাদেশি ফিরলেন দেশে

জামায়াত অনিবন্ধিত দল ইনডোরে সমাবেশ করতেই পারে : স্বরাষ্ট্রমন্ত্রী

সরকারের হাতে হারিকেন দেওয়ার সময় এসেছে: ফখরুল

দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে হরতাল ডাকছে বামজোট

যুক্তরাষ্ট্রে পালানোর সময় বিমানবন্দরে আ.লীগ নেতা গ্রেফতার

জায়েদ-নিপুণ কেউ বসতে পারবেন না সম্পাদকের চেয়ারে

নোয়াখালীর সাংবাদিক বোরহান উদ্দিন মোজাক্কির হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন পরিবারের

ইউনূসের বক্তব্য অসত্য ও অপমানজনক: আইনমন্ত্রী

ঢাকা-১৭ উপনির্বাচন: হিরো আলমসহ ৮ জনের মনোনয়ন বাতিল

সাংবাদিকের মুখে গরম চা, পিটিয়ে হাসপাতালে পাঠালো চবি ছাত্রলীগ