সোমবার , ২৯ জুলাই ২০২৪ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

ভারতকে হারিয়ে এশিয়ার শ্রেষ্ঠ শ্রীলঙ্কার নারীরা

প্রতিবেদক
Newsdesk
জুলাই ২৯, ২০২৪ ১০:৩৩ পূর্বাহ্ণ

২০০৪ সালে নারী এশিয়া কাপ শুরুর পর পাঁচবার ফাইনাল খেলেছে শ্রীলঙ্কা। তবে ধরি ধরি করেও ধরা হচ্ছিলো না কাঙ্খিত শিরোপা। তবে ষষ্ঠবারের মতো লঙ্কান নারীরা ফাইনালে নেমে আর হাতছাড়া হতে দেননি সেই অভিষ্ট লক্ষ্য। চামারি আতাপাত্তুর নেতৃত্বে ঘরের মাঠে সাতবারের চ্যাম্পিয়ন ভারতকে একপেশেভাবে হারিয়ে প্রথম শিরোপা ঘরে তুললো শ্রীলঙ্কা।

রোববার ডাম্বুলায় নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের ফাইনালে ভারতকে আট উইকেট হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা।

ডাম্বুলাতে টস জিতে আগে ব্যাটিং করে ভারত ১৬৫ রান সংগ্রহ করে। স্মৃতি মান্দানার হাফ সেঞ্চুরি ও মিডলঅর্ডারে রুদ্রিগেজ-রিচা ঘোষের ঝোড়ো ব্যাটিংয়ে এই পুঁজি পায় হারমানপ্রিত করের দল। টে-টোয়েন্টিতে যা চ্যালেঞ্জিং স্কোর বলা চলে। এই রান সংগ্রহ করতে তাদের খরচ হয় ছয়টি উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় লঙ্কান নারীরা। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে ভিষ্মি গুনারত্নে (১)। স্কোর বোর্ডে তখন রান সাত।

কিন্তু সেখান থেকে ফাইনাল ম্যাচটি একপেশে করে ফেলেন অধিনায়ক আতাপাত্তু ও সামারাবিক্রমা। আতাপাত্তু ৪৩ বলে ৯টি বাউন্ডারি ও দুই ছক্কায় ৬১ রান করে প্যাভিলিয়নের পথ ধরলে কাসিভা দিলহারিকে (৩০) নিয়ে জয় নিশ্চিত করেন সামারাবিক্রমা (৬৯)। ম্যাচ সেরাও হন তিনি। আর প্লেয়ার অব দ্য সিরিজ নির্বাচিত হন লঙ্কান কাপ্তান চামিরা আতাপাত্তু।

এক প্রতিক্রিয়ায় চামিরা বলেন, আমি দলের পারফরম্যান্স, বিশেষ করে ব্যাটিং নিয়ে খুশি। হর্ষিতা এবং দিলহারিকে বিশেষ ধন্যবাদ। এটা ওয়ান ম্যান শো নয়, কোচিং স্টাফ দুর্দান্ত এবং অবশেষে আমরা এশিয়া কাপ জিতেছি। শ্রীলঙ্কার জনতাকে বিশেষ ধন্যবাদ, তারা আমাদের মেয়েদের সমর্থন করেছে এবং আমি সত্যিই খুশি।

তিনি বলেন, এই জয়টা সত্যিই আমাদের দলের জন্য ভালো, ভবিষ্যতে মেয়েদের অনুপ্রাণিত করতে হবে, তাই শ্রীলঙ্কার জন্য এটা বিশেষ। আমরা ড্রেসিংরুমে সবসময় ইতিবাচক কথা বলি, কোচ এবং সাপোর্ট স্টাফরাও বলেন তাদেরও ধন্যবাদ জানাচ্ছি।

ভারতীয় কাপ্তান হারমানপ্রীত বলেন, আমরা পুরো টুর্নামেন্ট জুড়ে ভালো ক্রিকেট খেলেছি এবং নিঃসন্দেহে আমরা আজ অনেক ফাম্বল করেছি। আমরা পাওয়ারপ্লেতে সাফল্য খুঁজছিলাম কিন্তু এটি পরিকল্পনা অনুযায়ী হয়নি।শ্রীলঙ্কা সত্যিই ভালো ব্যাটিং করেছে। আসন্ন বিশ্বকাপে আমরা কিছু ক্ষেত্রে উন্নতি করতে চাই, আমরা অবশ্যই কঠোর পরিশ্রম করব এবং এই দিনটিকে মনে রাখবো।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

বাস্তবায়নের নিশ্চয়তা পেলেই জুলাই সনদে স্বাক্ষর : নাহিদ

শাহবাগে ছাত্রলীগ-আন্দোলনকারীদের সংঘর্ষ, ৫০ গাড়ি ভাঙচুর

শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্যরা

মেঘনা আলমের আটক প্রক্রিয়া সঠিক হয়নি- আসিফ নজরুল

সুন্দরবনের আগুন বন বিভাগের চেষ্টায় নিয়ন্ত্রণে, কারণ জানতে তদন্ত কমিটি

মধ্যরাতে বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

বাংলাদেশ বিমানের ‘গাঙচিলকে’ জল কামান অভ্যর্থনা

ঢাকায় ডিবি কার্যালয়ে মামুনুল হক

দেশের প্রতি যাদের ভালোবাসা ও দায়বদ্ধতা নেই তারা দেশ ছেড়ে পালিয়ে যায়: জামায়াত আমির

গণতান্ত্রিক ব্যবস্থায় প্রবর্তনই এখন বড় চ্যালেঞ্জ: বিএনপি মহাসচিব