বৃহস্পতিবার , ১ আগস্ট ২০২৪ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

ডিবি থেকে হারুনকে বদলি, নতুন ডিবিপ্রধান আশরাফুজ্জামান

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ১, ২০২৪ ১২:১১ পূর্বাহ্ণ

গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদকে বদলি করা হয়েছে। তাকে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) হিসেবে পদায়ন করা হয়েছে।

এদিকে ডিএমপির অতিরিক্ত কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহাঃ আশরাফুজ্জামানকে নতুন ডিবি প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

বুধবার ডিএমপির এক আদেশে এই বদলির কথা জানানো হয়েছে। আদেশে সই করেছেন ডিএমপির কমিশনার হাবিবুর রহমান। অবিলম্বে এই আদেশ কার্যকর করা হবে বলে জানানো হয়েছে।

এছাড়া ডিএমপির আরেক অতিরিক্ত কমিশনার (ক্রাইম) খ. মহিদ উদ্দিনকে অতিরিক্ত কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হিসেবে বদলি করা হয়েছে।

২০২২ সালের জুলাইয়ে ডিবিতে এ কে এম হাফিজ আক্তারের স্থলাভিষিক্ত হন হারুন অর রশীদ। আলোচিত এই পুলিশ কর্মকর্তা ২০২১ সালের মে’তে যুগ্ম কমিশনার হিসেবে গোয়েন্দা বিভাগে পদায়ন পান।

এর আগে, ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার এবং নারায়ণগঞ্জ ও গাজীপুরে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।

বিভিন্ন সময়ে আলোচনায় আসা পুলিশ কর্মকর্তা হারুন সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কে ডিবি কার্যালয়ে হেফাজতে নিয়ে তাদের সঙ্গে খাবারের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। এক রিট আবেদনের শুনানিতে এ নিয়ে ‘উষ্মা’ প্রকাশ করে হাইকোর্টের একটি বেঞ্চ।

বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ বলেন, ‘ডিবি অফিসে যাকে তাকে ধরে নিয়ে যাবেন, তারপর খাবার টেবিলে বসাবেন। এভাবে জাতির সঙ্গে মশকরা করবেন না।’

এরআগেও ডিবি কার্যালয়ে রাজনীতিবিদ, অভিনেতা-অভিনেত্রীসহ বিভিন্ন পরিচিত মুখদের নিয়ে একসঙ্গে খাবার খাওয়ার ছবি ফেসবুকে শেয়ার করেছেন হারুন অর রশীদ। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে অনেক আলোচনা রয়েছে।

খাবার খাওয়ানোর বিষয়টি ‘সৌজন্যের বহিঃপ্রকাশ’ হিসেবে আখ্যা দিয়েছেন পুলিশ কর্মকর্তা হারুন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ভরিতে ‌৩১৫০ টাকা বেড়ে আবারও সোনার দামে  রেকর্ড

আমেরিকার সঙ্গে আওয়ামী লীগের তলে আপস হয়ে গেছে: ওবায়দুল কাদের

নির্বাচনে যারা বাধা দেবে তাদের বিরুদ্ধে এই ভিসানীতি: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রস্তুত হয়ে যান খেলা হবে, বিএনপিকে ওবায়দুল কাদের

শেখ হাসিনার সঙ্গে সেলফি তুললেন জো বাইডেন

প্রথম আলো ও বিএনপি এখন পরিপূরক হিসেবে সরকারের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে।

মুক্তিযুদ্ধবিরোধী সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে হবে: ওবায়দুল কাদের 

সচিবালয়ে আনসার ও ছাত্র-জনতার সংঘর্ষে আহত অন্তত ৪০

যুদ্ধবিরতির আলোচনায় ফিরছে ইসরায়েল

পাপ বাপকে ছাড়েনা, ছাড়েনী আলাউদ্দিন আরিফকেও !!