শনিবার , ৩ আগস্ট ২০২৪ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

আন্দোলনের সঙ্গে পোশাক শিল্পের ৪৮ ব্যবসায়ীর সংহতি

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ৩, ২০২৪ ১১:৪৪ অপরাহ্ণ

শিক্ষার্থীদের চলমান বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে তৈ‌রি পোশাক ও টেক্সটাইল শিল্পের ৪৮ শীর্ষ ব্যবসায়ী। তারা জা‌নিয়েছেন প্রাণহানির মধ্যে ব্যবসায়ীরা চুপ করে বসে থাকতে পারে না।

শ‌নিবার (৩ আগস্ট) পোশাক ব্যবসায়ীরা সংহতি প্রকাশ করে একটি বিবৃতি দেন। তরুণ এই উদ্যোক্তারা দেশের বৃহত্তর স্বার্থে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন।
বিবৃতিতে পোশাক ব্যবসায়ীরা বলেন, ‘আমরা দেশের সব নাগরিকের জন্য উদ্বেগ প্রকাশ করছি। একটি স্বাধীন জাতির গর্বিত সদস্য হিসেবে আমরা মনে করি যে সবারই নিজস্ব অধিকার শান্তিপূর্ণভাবে প্রয়োগ করতে পারা উচিত। যারা সাম্প্রতিক ঘটনাবলির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। আমরা দেখতে চাই, সঠিক তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনা হয়েছে।’

বিবৃতিতে বলা হয়, ‘যারা জীবন হারিয়েছেন এবং যারা হয়রানির মুখোমুখি হয়েছেন, তাদের প্রতি আমাদের গভীর দুঃখ ও সমবেদনা রয়েছে। সব জীবনই গুরুত্বপূর্ণ। আমরা ন্যায়বিচার নিশ্চিত করা এবং এই দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় অর্থনৈতিক কর্মকাণ্ড দ্রুততার সঙ্গে স্বাভাবিক করার জন্য আহ্বান জানাচ্ছি।’

তরুণ এই উদ্যোক্তারা দেশের বৃহত্তর স্বার্থে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন।

বিবৃতিতে স্বাক্ষরকারী পোশাক ব্যবসায়ীরা হলেন…

১. ফজলে শামীম এহসান, ব্যবস্থাপনা পরিচালক, এরাফ কম্পোজিট লিমিটেড
২. শামস মাহমুদ, ব্যবস্থাপনা পরিচালক, সাশা ডেনিমস লিমিটেড
৩. আবরার হোসেন সায়েম, পরিচালক, সায়েম ফ্যাশনস
৪. আল শাহরিয়ার আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক, আডজি ট্রিমস লিমিটেড
৫. হাসিন আরমান, পরিচালক, এমবি নিট
৬. রাফী মাহমুদ, পরিচালক, মাহমুদ ডেনিমস
৭. সাকিব আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক, ব্রডওয়ে ইনকরপোরেশন
৮. আবরার আলম খান, পরিচালক, অ্যাস্ট্রোটেক্স গ্রুপ
৯. এম এহসানুল হক, পরিচালক, নিটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড
১০. জসিম উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক, আনাম গার্মেন্টস লিমিটেড
১১. লিথি মুনতাহা মহিউদ্দিন, পরিচালক, লিথি গ্রুপ
১২. জারীন রশিদ, পরিচালক, টিআরজেড ইন্ডাস্ট্রিজ লিমিটেড
১৩. কাজী ফাহাদ, ব্যবস্থাপনা পরিচালক, কাজী অ্যাকসেসরিজ
১৪. আকিব জাফরী শরীফ, পরিচালক, নর্দান তসরিফা গ্রুপ
১৫. রামিজে খালিদ ইসলাম, পরিচালক, রেনাই গ্রুপ
১৬. আজফার অঙ্কন হাসান, পরিচালক, জায়ান্ট গ্রুপ
১৭. সিফাত ইশতি, ব্যবস্থাপনা পরিচালক, টেক্সটালিয়া লিমিটেড
১৮. রিমনুল আলম সাদী, পরিচালক, ওল্ড টাউন ফ্যাশনস লিমিটেড
১৯. ফারজাদ ইসলাম অন্তর, ব্যবস্থাপনা পরিচালক, প্লাটিনাম সোর্সিং অ্যান্ড সার্ভিসেস লিমিটেড
২০. অভী বড়ুয়া চৌধুরী, নির্বাহী পরিচালক, জ্যামস ডিজাইন লিমিটেড
২১. মো. জুয়েল রানা, ব্যবস্থাপনা পরিচালক, মেট্রিক্স অ্যাপারেল
২২. নিয়াজ রহমান সাকিব, পরিচালক, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড
২৩. আহমেদ নাবিদ ইমতিয়াজ, পরিচালক, আন্দালিব টেক্সটাইলস মিলস
২৪. লাবিবুর রহমান মালেক, পরিচালক, মডার্ন
২৫. নাঈমুল হাসান নাঈম, পরিচালক, অ্যাবলুম ডিজাইন লিমিটেড
২৬. রাজেশ সাহা, পরিচালক, রোজ সোয়েটারস লিমিটেড
২৭. আনিকা বুশরা রাফা, পরিচালক, একেএইচ গ্রুপ
২৮. ফজলে হোসেন আলিফ, লাম মিম অ্যাপারেলস
২৯. জহীর আহমেদ শাহ, আহমেদ স্পিনিং লিমিটেড
৩০. আশিকুল হক, আশিক টেক্সটাইলস লিমিটেড
৩১. ওমর চৌধুরী, বঙ্গ গার্মেন্টস
৩২. ইরফানুল হক, পরিচালক, ফতুল্লা ফেব্রিকস
৩৩. তানজিলা করিম, পরিচালক, ওডেল গ্রুপ
৩৪. তাসনিম সাদেক, পরিচালক, রোশাওয়া স্পিনিং
৩৫. জুবায়ের হোসেন আসিফ, পরিচালক, রোজ গার্ডেন অ্যাপারেল
৩৬. মোহাম্মদ ইকবাল হাসান, পরিচালক, ফেয়ার অ্যাপারেলস লিমিটেড
৩৭. তানভীর কাশেম, পরিচালক, একেএইচ গ্রুপ
৩৮. ওয়ায়েজা মাসনুন, পরিচালক, ক্লিফটন গ্রুপ
৩৯. আবরার রশিদ, সাত্তার টেক্সটাইল লিমিটেড
৪০. শরীফ মোহাম্মদ আবদুল্লাহ, রিহাশ অ্যাকসেসরিজ অ্যান্ড সোর্সিং লিমিটেড
৪১. আরশাদ রহমান, পরিচালক, ফ্যারেল ফ্যাশনস লিমিটেড
৪২. সুবায়েল সরওয়ার, পরিচালক, বিউটিফুল জ্যাকেটস লিমিটেড
৪৩. রাতুল দাস, পরিচালক, প্যারামাউন্ট গ্রুপ
৪৪. অপূর্ব সাহা, পরিচালক, পিএন কম্পোজিট লিমিটেড
৪৫. ফারহান আহমেদ, পরিচালক, প্যাকম্যান বাংলাদেশ লিমিটেড
৪৬. আয়েশা শেফা, পরিচালক, সিমকো স্পিনিং লিমিটেড
৪৭. জোবায়ের তানসিম আহমেদ, পরিচালক, শাহ ফতেউল্লাহ টেক্সটাইল মিলস লিমিটেড
৪৮. রাফিদ খান, পরিচালক, অ্যাসুরেন্স মনি গ্রুপ

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ইইউ দেশগুলোর ভিসা সেন্টার দিল্লি থেকে সরানোর অনুরোধ প্রধান উপদেষ্টার

সংসদ নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ

রওশনের জন্য ফাঁকা রেখে ২৮৯ আসনে প্রার্থী দিলো জাপা

কার্যালয়ে ভাঙচুরের অভিযোগে মঙ্গলবার নয়াপল্টনে প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি

সাবিনাদের কক্সবাজারে সংবর্ধনা দেবে বিওএ ও বাংলাদেশ সেনাবাহিনী

পরিস্থিতি খারাপ হলে যথাযথ ব্যবস্থা: টেকনাফ সীমান্ত ইস্যুতে সেনাপ্রধান

শামীম ওসমান ও লিয়াকত হোসেনকে আচরণবিধি লঙ্ঘনে কারণ দর্শানোর নোটিশ

সচিবালয়মুখী প্রাথমিকে নিয়োগপ্রত্যাশীদের পুলিশের বাধা, জলকামান

প্রধানমন্ত্রীকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের অভিনন্দন

২০২৪ সালেও ভোট চুরির পাঁয়তারা করছে আওয়ামীলীগ: ফখরুল