শুক্রবার , ৯ আগস্ট ২০২৪ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সঙ্গে বিএনপির বৈঠক

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ৯, ২০২৪ ১:০৯ অপরাহ্ণ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে করেছেন ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস।

শুক্রবার (৯ আগস্ট) বেলা ১১ টায় গুলশানে চেয়ারপার্সনের অফিসে এ বৈঠক শুরু হয় বলে জানান দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বৈঠক বিএনপির প্রতিনিধি দলে রয়েছেন জাতীয় স্থায়ী কমিটি ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ এবং ঢাকাস্থ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞ হুমা খান।

বৈঠক শেষে ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেন, গত রাতে ড. ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। তার সরকারের প্রতি ইউনাইটেড ন্যাশন পূর্ণ সমর্থন জানিয়েছে। এরই অংশ হিসেবে আমরা সকল রাজনৈতিক দল, সিভিল সোসাইটির প্রতিনিধিদের সঙ্গে আলাপ করছি। আগামী বাংলাদেশ গড়ার জন্য কীভাবে জাতিসংঘ সহযোগিতা করতে পারে। এছাড়াও এই আন্দোলনকে ঘিরে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার ইনভেস্টিগেশনে জাতিসংঘ কীভাবে সহযোগিতা করতে পারে। পাশাপাশি আগামী নির্বাচনের আগ পর্যন্ত বাংলাদেশে ডেভেলপমেন্টে জাতিসংঘ কি ভূমিকা রাখতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে।

গোয়েন লুইস বলেন, জাতিসংঘ সব সময় আলোচনায় বিশ্বাস করে। বাংলাদেশের গত কিছু দিনে যে সকল ঘটনা ঘটেছে তা অন্য স্বাভাবিক সময়ের মতো না। সকলের এখন সহিংসতা থেকে সরে এসে শান্তি স্থাপনের জন্য কাজ করা উচিত।

পাশাপাশি অর্থনীতির উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এ সময় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের উন্নয়ন সঙ্গী যারা আছে তাদের মধ্যে এক প্রকার দ্বিধা-দ্বন্দ্ব ছিল দেশের পরিস্থিতি নিয়ে। আজ এই বৈঠকের মাধ্যমে সকলের সেই শঙ্কা কেটে গেছে। ফলে আমরা সবাই মিলে কীভাবে আগামী দিনের বাংলাদেশ গড়তে পারি সে বিষয়ে আলোচনা হয়েছে।

জাতিসংঘ ও দেশের সকলকে নিয়ে একসঙ্গে একটি নতুন বাংলাদেশ গড়ার ইচ্ছার কথাও উল্লেখ করেন তিনি।

এর আগে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং একই দিন দেশত্যাগ করে ভারতে চলে যান টানা চারবারের প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার ১০ বছরের সাজা স্থগিত

বাংলাদেশসহ ৯ দেশের ওপর আরব আমিরাতের ভিসা নিষেধাজ্ঞা

সরকারের সিদ্ধান্ত ইতিবাচক, প্রজ্ঞাপন জারির পর আনন্দ মিছিল: হাসনাত

চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারের জন্য আগস্টেই ‘ট্রায়াল রান’ সারতে চায় ভারত

একা ঈদ করা অনেক কষ্টের: বুবলী

মহাকাশে ৯ মাস ধরে আটকা অবশেষে পৃথিবীতে ফিরছেন দুই নভোচারী

স্ত্রীর মামলায় ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

জনসমাগম কাকে বলে বিএনপিকে আগামীকাল বুঝিয়ে দেওয়া হবে: ওবায়দুল কাদের

সাকিব আল হাসানের সব ব্যাংক হিসাব জব্দ

স্ত্রীসহ জাতীয় পার্টির মহাসচিব চুন্নুর দেশত্যাগে নিষেধাজ্ঞা