কলকাতার এক হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় গোটা পশ্চিমবঙ্গজুড়ে দানা বেধেছে তীব্র আন্দোলন। এমন পরিস্থিতির মধ্যেই এবার এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে শিলিগুড়িতে।
ধর্ষণের অভিযোগ পাওয়া মাত্রই এক কিশোরসহ দুইজনকে নিউ জলপাইগুড়ি (এনজেপি) পুলিশ গ্রেপ্তার করেছে বলে স্থানীয় গণমাধ্যমে জানানো হয়েছে। খবর আনন্দবাজার’র।
পুলিশ জানায়, অভিযুক্ত দুইজন ভুক্তভোগী কিশোরীর পূর্বপরিচিত। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের পরিচয় হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশ আরও জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ওই দুইজনের সঙ্গে ঘুরতে বেরিয়েছিলেন কিশোরী। এরপর কাওয়াখালি এলাকায় নিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করেন অভিযুক্তরা। ঘটনার পর বাড়ি ফিরে মেয়েটি তার পরিবারকে নির্যাতনের পুরো ঘটনা জানায়।
এরপরই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় বলে জানিয়েছে পুলিশ। অভিযোগ পেয়েই মাঠে নামে পুলিশ এবং অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে।
ভুক্তভোগী কিশোরীকে ডাক্তারি পরীক্ষা ও চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানিয়েছে এনজেপি পুলিশ।
শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর জানান, ‘ধৃতরা মেয়েটির পরিচিত। ধর্ষণের অভিযোগের ভিত্তিতে দুইজনকে আমরা গ্রেপ্তার করেছি। তাদের মধ্যে এক কিশোর রয়েছে।’












The Custom Facebook Feed plugin