রবিবার , ২৫ আগস্ট ২০২৪ | ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

৩৭ দিন পর মেট্রোরেল চলাচল শুরু

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ২৫, ২০২৪ ১১:৪৩ পূর্বাহ্ণ

দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে বন্ধ ছিলো মেট্রোরেল। আজ রোববার (২৫ আগস্ট) ঢাকার উত্তরা থেকে মতিঝিল পথে মেট্রোরেল চলাচল শুরু হলো। তবে ‘মিরপুর-১০’ ও ‘কাজীপাড়া স্টেশন’এ আপাতত মেট্রোরেল থামবে না এবং যাত্রীসেবা কার্যক্রম বন্ধ থাকবে।

সকাল ৭টা ১০ মিনিট এবং ৭টা ২০ মিনিটে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে দুটি ট্রেন মতিঝিলের উদ্দেশে ছেড়ে যায়। ট্রেনগুলোয় শুধু এমআরটি পাস ব্যবহারকারীরা চলাচল করতে পেরেছেন। ৭টা ২০ মিনিট থেকে ক্রয় করা যাচ্ছে সিঙ্গেল জার্নি টিকিট। রাত ৮টা ৫০ মিনিট পর্যন্ত কেনা যাবে এই টিকিট।

একইসাথে, এমআরটি পাস ক্রয় এবং এমআরটি পাস টপ-আপ করা যাবে। মেট্রোরেল পুনরায় চালু হওয়ায় নগরবাসীর জীবনে ফিরেছে স্বস্তি।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন চলাকালে, গত ১৮ জুলাই, ‘মিরপুর-১০’ গোলচত্বরে পুলিশ বক্সে আগুন দেয়া হয়। ওইদিন বিকেল পাঁচটায় মেট্রোরেল চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

সর্বশেষ - আইন-আদালত