বুধবার , ২৮ আগস্ট ২০২৪ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক নাজমুল হোসেন

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ২৮, ২০২৪ ৯:৩৪ অপরাহ্ণ

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের কার্ডিয়াক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. নাজমুল হোসেন। এদিকে সরকারি ছয়টি মেডিকেল কলেজের অধ্যক্ষ পদেও রদবদল করা হয়েছে। মহাপরিচালকসহ এ ছয় অধ্যক্ষককে ভারপ্রাপ্ত করে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ।

বুধবার (২৮ আগস্ট) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব দূর-রে-শাহ্ওয়াজ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এসব নিয়োগ আদেশ দেয়া হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) থোরাসিক সার্জারির অধ্যাপক ডা. মো. কামরুল আলম। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে সংযুক্ত রয়েছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে একই কলেজের মেডিসিনের অধ্যাপক ডা. মোহাম্মদ জসিম উদ্দিন, ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে কুমিল্লা মেডিকেল কলেজের নাক, কান ও গলা বিভাগের অধ্যাপক ডা, মাজহারুল শাহীন, গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের এন্ডোক্রাউনোলজির অধ্যাপক ডা. মো. আজিজুল হক, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে একই কলেজের মাইক্রোবায়োলজির অধ্যাপক ডা. খন্দকার মো. ফয়সল আলমকে নিয়োগ দেয়া হয়েছে।

সর্বশেষ - আইন-আদালত