বৃহস্পতিবার , ২৯ আগস্ট ২০২৪ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

আবারও রিমান্ডে সালমান-আনিসুল-জিয়াউল-সাদেক খান

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ২৯, ২০২৪ ১১:২৩ পূর্বাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর বাড্ডা থানায় একটি হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বৃহস্পতিবার সকাল সাতটার দিকে তাদের আদালতে তোলা হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ১৪ আগস্ট নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলী ও ২৪ আগস্ট আলাদা দুই মামলায় সালমান ও আনিসুল হকের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত।

তার আগে ১৩ আগস্ট রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এছাড়া রাজধানীর আদাবরে একটি হত্যা মামলায় সাবেক এমপি সাদেক খান ও চাকরিচ্যুত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আদাবর থানার হত্যা মামলায় একই দিন সকাল সাতটায় তাদের আদালতে হাজির করে পুলিশ।

উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাদের পাঁচ দিনের করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ১৫ আগস্ট গভীর রাতে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়। আর গত ২৪ আগস্ট রাজধানীর পশ্চিম নাখালপাড়া থেকে গ্রেপ্তার করা হয় সাবেক সংসদ সদস্য সাদেক খানকে।

সর্বশেষ - আইন-আদালত