ঢাকা-৭ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার দিবাগত রাতে রাজধানীর বংশাল থেকে আটক করা হয়েছে।
ডিবি জানায়, হাজী সেলিমের নামে একাধিক মামলায় রয়েছে। তিনি দীর্ঘদিন নজরদারিতে ছিলেন। আটকের পর তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। সোমবার সকালে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হবে।
এর আগে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় ২০০৮ সালে ১৩ বছরের সাজা হয় সেলিমের। পরে ২০২২ সালে এই সাজা কমিয়ে ১০ বছর করে হাইকোর্ট।