বুধবার , ৪ সেপ্টেম্বর ২০২৪ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

সরকার পতনের এক মাস উপলক্ষে বৃহস্পতিবার ‘শহীদি মার্চ’ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ৪, ২০২৪ ২:৪৬ অপরাহ্ণ

কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তী সময়ে আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতনের এক মাস পূর্তি উপলক্ষে সারাদেশে ‘শহীদী মার্চ’ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। দেশের সব নগর, মহানগর, জেলা, উপজেলা ও ইউনিয়নে এই কর্মসূচি পালিত হবে।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

এসময় তিনি আরও জানান, ছয় সেপ্টেম্বর থেকে বিভাগীয় সফর শুরু করবে ছাত্র আন্দোলনের নেতারা।

সারজিস জানান, বুধবার বিকেল তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে ধানমন্ডি ৩২, ফার্মগেট, কারওয়ান বাজার হয়ে ‘শহীদী মার্চ’ মিছিলটি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিরবে। সবাইকে এই কর্মসূচিতে অংশ নেওয়ারও আহ্বান জানান।

সারজিস বলেন, যতো দিন পর্যন্ত মানুষ তার অধিকার ফিরে না পাবে, ততো দিন বিজয় র‌্যালি করা শোভা পায় না। এই ইতিহাসকে মনে রাখতে হবে। সামনে যারা ক্ষমতায় আসবে, তারা যেন মনে রাখে, ভুলে না যায়।

শহীদী মার্চে শহীদদের ছবিসহ নতুন সরকারের কাছে কী চাই সেই ভাবনাগুলো ব্যানার, ফেস্টুনে থাকতে পারে বলে জানান সারজিস।

সত্যিকারের আইনের শাসন চাই জানিয়ে তিনি বলেন, যাদের হাতে মুক্ত গণমাধ্যম নেই তাদের হাতে কীভাবে দেশ স্বাধীন থাকবে! গতকাল আওয়ামী লীগ ও বিএনপির নেতা চাঁদাবাজির সংবাদ প্রচারে বাধা দিয়েছে,  হামলা করেছে। নতুন প্রজন্মের যে ভাবনা সেগুলোকে মূল্যায়ন করতে হবে।

বৈষম্যবিরোধী আন্দোলনের এই নেতা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি আপনারা জানেন। সরকারের সঙ্গে ছাত্ররা আছে। কোথাও আইন নিজেদের হাতে তুলে নেবেন না।

গণহত্যার সঙ্গে জড়িতদের কোনোভাবে ছাড় দেওয়া হবে না উল্লেখ করে সারজিস বলেন, গণহত্যা নিয়ে তদন্তের জন্য ছাত্ররা ফ্যাক্ট ফাইন্ডিং টিম তৈরি করার চেষ্টা করছে।

এসময় সমন্বয়ক হাসনাত বলেন, আওয়ামী লীগ শেখ মুজিবকে নবী হিসাবে প্রতিষ্ঠা করতে চেয়েছে। এমনকি সংবিধানকে আওয়ামী সংবিধান হিসেবে তৈরি করা হয়েছিলো। কেউ কোনো যৌক্তিক আন্দোলনে নামলেই রাজনৈতিক ট্যাগ দেওয়া হতো।

কোনো ধরনের ফ্যাসিজম প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না মন্তব্য করে হাসনাত বলেন, গণমাধ্যমকে স্বাধীন করতে হবে। গণমাধ্যম গণভবনে প্রশ্ন করে বিভিন্ন সুবিধা নিয়েছে।  আপনারা ক্ষমতাকে প্রশ্ন করুন। গণমাধ্যমে প্রশ্ন করার স্বাধীনতা তৈরি করা হচ্ছে। আপনারা প্রশ্ন করুন সব ক্ষমতাকে। নতুন ফ্যাসিবাদ যেন তৈরি না হয়।

তিনি বলেন, ক্ষমতা যা শুনতে চায় তা সংবাদ নয়, তা প্রেস রিলিজ। মানুষ যা শুনতে চায় তাই প্রচার করুন।

আরেক সমন্বয়ক আসিফ বলেন, এখনকার আন্দোলনগুলো নির্দিষ্ট দাবি থেকে আসছে না। বহিরাগতরা আসছে। ন্যায্য দাবি নিয়ে দীর্ঘমেয়াদী আলোচনা দরকার। আওয়ামী লীগ ও বিএনপির কিছু লোক অসন্তোষ সৃষ্টি করছে। কেউ জন দুর্ভোগ করলে আজ থেকেই অ্যাকশন নেবে আইনশৃঙ্খলা বাহিনী।

সমন্বয়কারী পরিচয় দিয়ে কেউ অপকর্ম করলে আইনের হাতে তুলে দেওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, সারাদেশে কমিটি পূর্ণগঠন করা হবে। চাঁদাবাজি, সিন্ডিকেটের বিরুদ্ধে সতর্ক থাকবে ছাত্ররা।

সর্বশেষ - আন্তর্জাতিক