বৃহস্পতিবার , ১২ সেপ্টেম্বর ২০২৪ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

ভারত সফরে বাংলাদেশের টেস্ট স্কোয়াড ঘোষণা, নেই শরিফুল

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ১২, ২০২৪ ২:৪০ অপরাহ্ণ

ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবশেষ পাকিস্তান সিরিজের দল থেকে কুঁচকির চোটের কারণে বাদ পড়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। ভারত সিরিজের দলে জায়গা পেয়েছেন উইকেটকিপার ব্যাটার জাকের আলী অনিক।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে স্কোয়াড জানায় বিসিবি। স্কোয়াডের একমাত্র আনক্যাপড খেলোয়াড় জাকের আলী অনিক। কিছুদিন আগে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে ১৯২ রানের ইনিংসের পুরস্কার পেলেন তিনি।

সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে। এরপর দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে আগামী ২৭ সেপ্টেম্বর কানপুরে। এরপর বিরতি দিয়ে ৬ অক্টোবর সিরিজের প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে। সফরে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

ভারত সফরে বাংলাদেশের টেস্ট স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, জাকের আলী (উইকেটরক্ষক), তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, তাইজুল ইসলাম, মাহমুদুল হাসান, নাঈম ইসলাম ও খালেদ আহমেদ।

সর্বশেষ - আইন-আদালত