সোমবার , ২৩ সেপ্টেম্বর ২০২৪ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

পূর্বাচলে কাপড়ে মোড়ানো মানুষের হাড়গোড় উদ্ধার

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ২৩, ২০২৪ ৬:১২ অপরাহ্ণ

নারায়ণগঞ্জে একটি ব্রিজের নিচ থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় মানুষের হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বিকেল জেলার রূপগঞ্জ উপজেলার কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের পূর্বাচল ১০ নম্বর সেক্টরের চার নম্বর ব্রিজের নিচ থেকে হাড়গুলো উদ্ধার করা হয়।

স্থানীয়দের বরাত দিয়ে রূপগঞ্জ থানার এসআই তৌহিদুজ্জামান জানান, পূর্বাচলের সড়কের নির্মাণ কাজে কর্মরত নিরাপত্তা কর্মী আবু তাহের ওই সেতুর উত্তর পাশে মাটির ভেতর থেকে কাপড় বের হওয়া অবস্থায় দেখেন। পরে তিনি ওই কাপড়ের কিছু অংশ টেনে বাইরে বের করেন। এসময় কাপড়ের ভেতরে মানুষের মাথার খুলি দেখতে পান। পরে স্থানীয়দের মাধ্যমে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে এসে মাটি খুঁড়ে কাপড়ে মোড়ানো অবস্থায় মাথার খুলিসহ ৪০টি হাড়গোড় উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া হাড়গোড়ের পরিচয় সনাক্তে ফরেনসিক বিভাগে পাঠানো হবে। একই সঙ্গে এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

সর্বশেষ - আইন-আদালত