মঙ্গলবার , ১ অক্টোবর ২০২৪ | ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

সুনামগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুন, একই পরিবারের ৬ জনের মৃত্যু

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ১, ২০২৪ ১২:৪৯ অপরাহ্ণ

সুনামগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে আগুন লেগে এক পরিবারের ছয় জন মারা গেছেন।

সোমবার মধ্যরাতে জেলার ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের শীম এলাকার সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরে এই আগুনের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পরিবারটির কর্তা এমারুল (৫০), তার স্ত্রী পলি আক্তার ও তাদের চার সন্তান পলাশ, ফরহাদ, ফাতেমা বেগম ও ওমর ফারুক।

মঙ্গলবার সকাল এই তথ্য জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দীন।

তবে তিনি, আগুন লাগার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত করে কিছু জানানে পারেন নাই।

স্থানীয়রা জানান, ওই আশ্রয়কেন্দ্রে ৩৪ ঘর ছিল। এরমধ্যে একটি ঘরে একই পরিবারের ছয়জন ঘুমন্ত অবস্থায় ছিলেন। পরে তাদের চিৎকার শুনে পাশে থাকা লোকজন প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় ছয়জনের মৃত্যু হয়।

সর্বশেষ - আন্তর্জাতিক