বুধবার , ২ অক্টোবর ২০২৪ | ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

মধ্যপ্রাচ্য ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ২, ২০২৪ ১:২৪ অপরাহ্ণ

ইরানের ইসরাইল আক্রমণের পর মধ্যপ্রাচ্যে সংঘাত বৃদ্ধির আশঙ্কা নিয়ে আলোচনা করতে জরুরি বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। বুধবার সকালে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ক্রমবর্ধমান সংঘাত মোকাবিলায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বুধবার একটি জরুরি বৈঠক বসবে বলে ঘোষণা দিয়েছেন কাউন্সিলের সুইস প্রেসিডেন্ট। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সাংবাদিকদের সুইস মিশনের এক মুখপাত্র বলেন, নিউইয়র্কের স্থানীয় সময় সকাল ১০টায় ‘আমরা একটি বৈঠকের সময় নির্ধারণ করেছি’।

মঙ্গলবার ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে বৃহত্তর আঞ্চলিক সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান সাইয়্যেদ হাসান নাসরাল্লাহসহ আরও কয়েকজন জ্যেষ্ঠ নেতার মৃত্যুর প্রতিক্রিয়ায় প্রতিশোধমূলক এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরান।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকি বলেছেন, ‘ইসরাইল কোনও প্রতিহংসামূলক পদক্ষেপ না নিলে আমাদের আক্রমণের আপাতত এখানেই সমাপ্তি। তবে যদি আবারও উসকানি দেওয়া হয়, আমাদের দিক থেকেও দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’

মঙ্গলবারের হামলায় ইরান অন্তত ১৮০টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে দাবি করেছে ইসরাইল। এদিকে, দীর্ঘদিনের মিত্র ইসরাইলের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ হামলার জন্য তেহরানকে ‘মারাত্মক পরিণতি’ ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে হোয়াইট হাউজ।

সর্বশেষ - আন্তর্জাতিক