মঙ্গলবার , ৮ অক্টোবর ২০২৪ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

শেখ হা‌সিনার বর্তমান অবস্থান কোথায় জানে না সরকার

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ৮, ২০২৪ ৩:৪৩ অপরাহ্ণ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরব আমিরাতে চলে যাওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত হলেও বিষয়টি নিয়ে নিশ্চিত নয় পররাষ্ট্র মন্ত্রণালয়। আর ভারতে পালিয়ে থাকা মামলা ভুক্ত আসামিদের আদালত চাইলে ফেরত আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনার অবস্থান সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারিনি। আমরা দিল্লিতে খোঁজ করেছি এবং সংযুক্ত আরব আমিরাতেও খোঁজ করেছি। কেউ নিশ্চিত করতে পারেনি।

বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখলাম আমেরিকার চাপেই ভারত সাবেক প্রধানমন্ত্রীকে পাঠিয়ে দিয়েছে, এ বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা আমি বলতে পারব না, আমেরিকাকেই জিজ্ঞেস করুন।

তিনি বলেন, লেবাননে থাকা বাংলাদেশিদের জন্য কাজ করছে সরকার। পাশাপাশি ইতালির ভিসা জটিলতারও সমাধান হবে শিগগিরই। সরকার ইতিমধ্যে  তাদের তালিকা তৈরি করতে হাইকমিশনারকে নির্দেশ দিয়েছে।

ইতালির ভিসা জটিলতা ও সমস্যা সমাধানে কাজ চলছে তবে ৪০ হাজার আবেদনের মধ্যে ২০ হাজার ভিসা প্রসেসিংয়ের আশাও প্রকাশ পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

রাস্তায় আন্দোলন, মিছিল, ঘেরাও করলে ভিসা বাতিল হয়ে যেতে পারে বলেও আশঙ্কা করেন তিনি।

সর্বশেষ - আন্তর্জাতিক