বুধবার , ৯ অক্টোবর ২০২৪ | ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

সাবেক পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানের জামিন

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ৯, ২০২৪ ৬:১২ অপরাহ্ণ

বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলায় জামিন পেয়েছেন সাবেক পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান।

বুধবার দুপুরে সুনামগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেমায়েথ উদ্দিন তার জামিন মঞ্জু করেন। এর আগে মান্নান কুড়ি হাজার টাকা বন্ডে জরিমানা দেন।

বাদি পক্ষের আইনজীবী অ্যাড. শেরেনুর আলী বলেন, বিচারক এজলাসে আসার পরে দুই পক্ষেরই হট্টগোল হয়েছে। আমরা বলেছি, এই মামলাটা এই আদালতে অস্বাভাবিকভাবে আনা হয়েছে। এই বিষয়ে আমরা জানি না। এনিয়ে আজকে শুনানি করতে চাই না। অন্য মামলার মতো এই মামলার শুনানির তারিখ পরবর্তীতে দেওয়ার জন্য আদালতকে বলি। কিন্তু আদালত আমাদের কথা শুনতে চাননি।

শুনানিতে পিপি, এপিপিদের ভূমিকা কী ছিলো, সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, পিপি, এপিপিরা রাষ্ট্রপক্ষে শুনানিতে থাকার কথা। তারা আসামি পক্ষে থেকেছেন।

এমএ মান্নানের আইনজীবী অ্যাড. শফিকুল ইসলাম বলেন, আমাদের মক্কেল বয়োজ্যেষ্ঠ ও অসুস্থ। আদালত তার শারীরিক বিবেচনা করে ২০ হাজার টাকা বন্ডে জামিন দিয়েছেন।

এর আগে, বেলা ১১ টার দিকে জেলা ও দায়রা জজ আদালতে জামিন শুনানিকালে দুই পক্ষের আইনজীবীদের হট্টগোল হলে বিচারক এজলাস ছেড়ে চলে যান।

এদিকে, মঙ্গলবার জামিনে মুক্ত হয়েছেন সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

সর্বশেষ - আন্তর্জাতিক