সোমবার , ১৪ অক্টোবর ২০২৪ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

নতুন উপদেষ্টা খুঁজছে অন্তর্বর্তী সরকার

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ১৪, ২০২৪ ১:৪৬ অপরাহ্ণ

ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সংখ্যা বাড়ছে। কাজের গতি বাড়াতে এমন সিদ্ধান্ত হয়েছে বলে সূত্রের খবর।

নতুন উপদেষ্টাদের মধ্যে একজন  বিশেষজ্ঞ চিকিৎসক থাকতে পারেন। তাছাড়া একজন সাবেক আমলা থাকতে পারেন, যাকে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা করার কথা জানিয়েছেন একজন কর্মকর্তা।

এই তালিকায় আছেন সদ্য এবি পার্টির আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করা সাবেক সচিব এ এফ এম সোলায়মান চৌধুরী। তিনি বুধবার দলটির আহ্বায়কের পদ ছাড়েন।

এখন পর্যন্ত ২০ জন উপদেষ্টা আছেন। প্রথম দফায় ১৬ জন এবং দ্বিতীয় দফায় ৪ জন উপদেষ্টা নিয়ে সরকার পরিচালিত হচ্ছে।

সূত্র জানায়, দ্রব্যমূল্য ও ব্যবসা-বাণিজ্যে চলমান পরিস্থিতি সামাল দিতে নানা জটিলতার মুখোমুখি হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ একই সঙ্গে দায়িত্ব পালন করছেন অর্থ মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে। এছাড়া তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়েরও দায়িত্ব পালন করছেন।

এখন বাণিজ্য মন্ত্রণালয়ের জন্য একজন নতুন উপদেষ্টা খুঁজছে সরকার। এর বাইরে আরও কয়েকজন উপদেষ্টা গুরুত্বপূর্ণ একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ এসব মন্ত্রণালয়েও নতুন উপদেষ্টা দেয়া হতে পারে বলে সূত্র জানিয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক