বৃহস্পতিবার , ৩১ অক্টোবর ২০২৪ | ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

চলছে বিজয় প্যারেড, দেশের মাটিতে সাফ চ্যাম্পিয়নরা

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ৩১, ২০২৪ ৫:০০ অপরাহ্ণ

অবশেষে দেশের মাটিতে পা রাখলেন সাফ চ্যাম্পিয়নরা। তাদের বরণ করে নিতে প্রস্তুত বাংলাদেশ। তৈরি করা হয়েছে ছাদখোলা বাস। রাজপথে লাখো মানুষের অভ্যর্থনায় সিক্ত হয়ে, বিকেলে বাফুফে ভবনে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে দেখা করবেন সাবিনারা। বিজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা জানাবেন প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস।

নেপালের কাঠমান্ডু থেকে বাংলাদেশ সময় বেলা ২টা ১৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান সাবিনা-ঋতুরা। সেখানে তাদের বরণ করে নেন বাফুফের নবনির্বাচিত সদস্য ও হাজারো জনতা।

saf

ফাইনাল জয়ের পরও কাটছে না রেশ। টিম বাসে হোটেল যাওয়ার পথে সাবিনা রিতুপর্নাদের সে কি আনন্দ! দক্ষিণ এশিয়া সেরা হয়ে ট্রফিটা রেখে দেয়া যে মর্যাদার। তাই হাজার কিলোমিটার দূরে তাদের বরণের সব প্রস্তুত শেষ করেছে বাংলাদেশ!

বৃহস্পতিবার বিকেলে সাফ চ্যাম্পিয়ন দলের সঙ্গে বাফুফে ভবনে সাক্ষাৎ করবেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। শুধু তাই নয়, দেশে ফেরার পর বিজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা জানাবেন প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস।

saff woman

ফিরে আসছে ২০২২ সালের সাফ চ্যাম্পিয়নের স্মৃতি। এবারও প্রস্তুত হচ্ছে ছাদখোলা বাস। সারারাত ধরে বাস সাজানোর কাজ চলছে।

যারা বলেছিলো মেয়েরা ফুরিয়ে গেছে। তাদের জন্য এটা একটা বার্তা, চব্বিশের এই বাংলাদেশ সদা জাগ্রত। হার মানে না!

সর্বশেষ - আন্তর্জাতিক