মঙ্গলবার , ৫ নভেম্বর ২০২৪ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

দেশের জন্য নতুন বিপদ আসতে পারে: ফখরুল

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ৫, ২০২৪ ৬:৩৫ অপরাহ্ণ

গণতন্ত্র নস্যাৎ করতে ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে বিপদ এখনও শেষ হয়ে যায়নি এমন শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, দেশের জন্য নতুন বিপদ আসতে পারে।

মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দলের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এসময় মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনার জঞ্জাল দূর করে দ্রুত নির্বাচন প্রয়োজন। কারণ নির্বাচিত সরকারই শ্রেষ্ঠ সরকার, কেননা জনগণ তাদের নির্বাচিত করে। আর সংস্কারের বড় গেটও এই নির্বাচিত সরকার। তাই এই গেট দিয়ে দেশকে ঠিক করতে হবে।

পাঁচ আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেছেন উল্লেখ করে বিএনপি মহাসচিব দাবি করেন, মুক্তিযুদ্ধের আগে শেখ মুজিবও পাকিস্তানে পালিয়ে যান।

এসময় দলীয় নেতা-কর্মীদের সর্তকতার সঙ্গে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ১৫ বছর এক কোটি বিলিয়ন ডলার পাচার করেছে। জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচনের মাধ্যমে আমরা রাষ্ট্রকে নির্মাণ করবো।

সর্বশেষ - আন্তর্জাতিক