বরিশালে একটি ইউনিয়ন বিএনপির মিছিলে ‘পদবঞ্চিতরা’ বাঁধা দিয়ে দলটির অন্তত ১০ নেতাকর্মীকে পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের মধ্যে ছয় জনকে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার জেলার বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিনের মাধবপাশা মাছ বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সাম্প্রতিক উপজেলার মাধবপাশা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটির পদবঞ্চিতরা ১৩ নভেম্বর মাধবপাশা বাজারে প্রতিবাদ মিছিল করে। ১৪ নভেম্বর ওই প্রতিবাদ মিছিলের পাল্টা মিছিল আহ্বান করে মাধবপাশা ইউনিয়ন বিএনপি। মিছিল উপলক্ষে মাধবপাশা বাজারে বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল আসতে শুরু করে। এসময় ৯ ও ৮ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীরা মিছিল নিয়ে মাধবপাশা মাছ বাজার এলাকায় এলে পদবঞ্চিতরা লাঠিসোঁটা নিয়ে বাঁধা দেয়। একপর্যায়ে মিছিলে হামলা করে। এসময় বেশ কয়েক জন মাথা ফেটে গুরুতর আহত হন।
আহতের দাবি, নাসির খান, জাফর সরদার, মিজান সরদার, রিয়াজ সরদার,ইয়াসিন সরদার, জুয়েল সরদার, বাহাদুর , রানা, রিয়াজ হাওলাদারসহ অর্ধশত লোক দেশীয় অস্ত্রসহ হামলা চালিয়েছে।
মাধবপাশা ইউনিয়ন বিএনপির আহবায়ক অহেদুল ইসলাম খান বলেন, স্থানীয় কিছু বিএনপি নামধারী সন্ত্রাসীরা আগে থেকেই দেশীয় অস্ত্রসহ অবস্থান নেয়। দলের কোনো কমিটিতে না থাকা লোকজন আমাদের ওপর হামলা চালায়। ১০-১৫ জন নেতাকর্মী আহত হয়ে চিকিৎসাধীন। মামলার প্রস্তুতি চলছে।
এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ জাকির সিকদার বলেন, এব্যাপারে আমরা জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করবো। নচেৎ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।