সোমবার , ১৮ নভেম্বর ২০২৪ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

যুবলীগ কর্মীকে কুপিয়ে ও গুলি করে হত্যা

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ১৮, ২০২৪ ১:২০ অপরাহ্ণ

পাবনায় প্রকাশ্যে যুবলীগের এক কর্মীকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সকাল সাড়ে আটটার দিকে জেলার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর মোড় সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

নিহতের নাম ওয়ালিফ হোসেন মানিক (৩৫)। পাকশী দিয়ার বাঘইল (রূপপুর মোড়) এলাকার ইউনুস আলীর ছেলে মানিক ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন।

স্বজনরা জানান, ২০২৩ সালে ছাত্রলীগ কর্মী তাফসির আহম্মেদ মনা হত্যা মামলার আসামি ছিলেন মানিক। সেই মামলায় সম্প্রতি জামিন পান তিনি। সকালে আদালতে হাজিরার তারিখ ছিল। বাড়ি থেকে বের হয়ে রাস্তায় আসার পরেই আট থেকে ১০ জন দুর্বৃত্ত এসে তাকে প্রথমে গুলি করে। এরপর পড়ে গেলে মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

পুলিশ ও স্বজনদের ধারণা, মনা হত্যাকাণ্ড নিয়ে এই ঘটনা ঘটেছে।

সর্বশেষ - আইন-আদালত