মঙ্গলবার , ১৯ নভেম্বর ২০২৪ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

মাদরাসা-ই-আলিয়ার মাঠে ও ভবনে অস্থায়ী আদালত বন্ধের দাবি

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ১৯, ২০২৪ ১:৩৩ অপরাহ্ণ

রাজধানীর বকশিবাজারে সরকারি মাদরাসা-ই-আলিয়ার মাঠে ও ভবনে অস্থায়ী আদালতের কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছেন মাদরাসার সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে আলিয়া মাদরাসার মাঠে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করে তারা।

এ সময় শিক্ষার্থীরা বলেন, যেকোনো ত্যাগের বিনিময়ে হলেও এই মাঠ রক্ষা করতে হবে। ২৬ নভেম্বরের মধ্যে অস্থায়ী আদালত অপসারণ করে স্থাপনাটি মাদরাসা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার দাবিও জানান তারা। দাবি মানা নাহলে প্রয়োজনে আগামীতে আরো বড় কর্মসূচি দেয়া হবে বলেও হুশিয়ারী দেন শিক্ষার্থীরা।

মাঠ শিক্ষার্থীদের ব্যবহারের জন্য রাখতে হবে উল্লেখ করে শিক্ষার্থীরা বলেন, কাউকে এই মাঠ দখল করতে দেয়া হবে না। ২৮ নভেম্বর থেকে দাবি মানা না পর্যন্ত লাগাতার অনশন কর্মসূচি পালন করা হবে বলে জানান শিক্ষার্থীরা।

সর্বশেষ - আইন-আদালত