ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে (ডিএমআরসি) হামলা ও ভাঙচুর করেছে কবি নজরুল সরকারি কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এসময় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় যাত্রাবাড়ী সড়ক যান চলাচল বন্ধ হয়ে গেছে।
সোমবার সকাল ১০টা থেকে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা বাহাদুর শাহ পার্কের সামনে লাঠিসোঁটা নিয়ে জড়ো হতে থাকে। পরে সাড়ে ১১টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রায়সাহেব বাজারের দিকে অগ্রসর হয়ে সাত কলেজের অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে জড়ো হতে থাকে। পরে বেলা সাড়ে ১২টার দিকে মোল্লা কলেজে হামলার ঘটনা ঘটে।
এসময় মোল্লা কলেজের গেট ভাঙচুর করে ভেতরে ঢুকে প্রতিষ্ঠানটির বেশ কিছু জিনিস লুট করতে দেখা গেছে।
কলেজটির সামনের পথচারীরা বলেছেন, এখন পর্যন্ত ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কোনো সদস্য না থাকায় দুই দল শিক্ষার্থী একরম ‘স্বাধীনভাবে’ হামলা, পাল্টা হামলা চালিয়ে যাচ্ছেন।
শেখ খবর পাওয়া পর্যন্ত কাজলা দনিয়া কলেজ এলাকায় লাঠি হাতে শিক্ষার্থীদের অবস্থান নিতে দেখা গেছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে ঘটনাস্থলের দিকে যেতেও দেখা গেছে।