শনিবার , ৩০ নভেম্বর ২০২৪ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

এক ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত করল বাংলাদেশের মেয়েরা

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ৩০, ২০২৪ ৫:০৮ অপরাহ্ণ

মিরপুরের হোম অব ক্রিকেটে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল আয়ারল্যান্ড। ৩৫ রানের মধ্যে দুই ওপেনারকে হারালেও তিনে নেমে দলটির উইকেটকিপার অ্যামি হান্টার খেলেন ৬৮ রানের ইনিংস। ত্রিশোর্ধ্ব দুটি ইনিংস খেলেছেন ওরলা প্রেন্ডেরগাস্ট (৩৭) এবং লরা ডেলানি (৩৩)।

তবে সুলতানা-স্বর্ণাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ পর্যন্ত দুইশর আগেই থামতে হয় আইরিশদের। ৫০ ওভারে ৬ ওভারে ১৯৩ রান পর্যন্ত পৌঁছায় দলটি।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ দুটি উইকেট নেন সুলতানা খাতুন। একটি করে উইকেট পেয়েছেন স্বর্ণা আক্তার ও নাহিদা আক্তার।

১৯৪ রান তাড়া করতে নেমে শুরুতেই ওপেনার মুর্শিদা খাতুনকে (৬) হারায় বাংলাদেশ। তবে অন্য ওপেনার ফারজানা হকের ফিফটি (৫০) এবং শারমিন সুপ্তা (৪৩) ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির (৪০) সময়োপযোগী দুই ইনিংসে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় লাল-সবুজের প্রতিনিধিরা।

শেষদিকে ২৯ বলে অপরাজিত ২৯ রান করে বাংলাদেশকে জয়ের বন্দরে নোঙর করান স্বর্ণা।

আইরিশদের হয়ে সর্বোচ্চ দুই উইকেট নেন লরা ডেলানি।

আগামী ২ ডিসেম্বর সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। সে ম্যাচে আইরিশদের হোয়াইটওয়াশ করার লক্ষ্যে মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতির দল।

সর্বশেষ - আইন-আদালত