সোমবার , ৯ ডিসেম্বর ২০২৪ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

বিএনপির ৩ সংগঠনের  ‘ঢাকা টু আগরতলা’ লংমার্চ কর্মসূচির ঘোষণা

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ৯, ২০২৪ ১২:৫৭ অপরাহ্ণ

আগরতলায় বাংলাদেশের উপ হাইকমিশনে হামলা, দেশটির গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা অপপ্রচার ও ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে লং মার্চের ঘোষণা দিয়েছেন জাতীয়তাবাদী যুব, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের নেতারা।

আগামী ১১ ডিসেম্বর ঢাকা থেকে আগরতলা অভিমুখে আখাউড়া সীমান্ত পর্যন্ত এই লং মার্চ অনুষ্ঠিত হবে।

সোমবার সকালে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন বিএনপির এই সহযোগী তিন সংগঠনের নেতারা।

সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেন, পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে সংখ্যালঘু নির্যাতনসহ নানা অজুহাতে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে ভারত।

এক প্রশ্নের জবাবে নেতারা বলেন, কারো ফাঁদে পা দেওয়ার প্রশ্নই ওঠে না। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে জাতীয়তাবাদী দল আপস করে না।

তারা জানান, ভারতীয় আগ্রাসন বন্ধে সবসময় সামনে থেকে বারবার প্রতিবাদ করছে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা।

সর্বশেষ - আন্তর্জাতিক