সিরিয়ার অন্তবর্তী সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ আল–বশির।আজ মঙ্গলবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের ১ মার্চ পর্যন্ত দায়িত্বে থাকবেন আল-বশির। এর মধ্য দিয়ে সিরিয়ায় ক্ষমতাচ্যুত বাশার আল–আসাদ–পরবর্তী সরকার গঠনের প্রক্রিয়া শুরু হলো। পেশায় প্রকৌশলী আল–বশির সিরিয়ার ইদলিব প্রদেশের সিরিয়ান স্যালভেশন গভর্নমেন্টের প্রধানমন্ত্রী ছিলেন।
গত রবিবার সশস্ত্র বিদ্রোহীদের প্রতিরোধের মুখে পতন হয় স্বৈরশাসক বাশার আল-আসাদের। এরপর ব্যক্তিগত উড়োজাহাজে করে রাজধানী দামেস্ক ছেড়ে পালিয়ে যান তিনি। দামেস্ক ছাড়লেও তিনি কোথায় গেছেন, সেটা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।এর মধ্য দিয়ে আসাদ পরিবারের ৫৩ বছরের শাসনের পরিসমাপ্তি ঘটল। রুশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন ক্ষমতাচ্যুত এই নেতা।


















