গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে মুক্তি পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টা ৪ মিনিটে তিনি কারামুক্ত হন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার আল মামুন জানান, আব্দুস সালাম পিন্টুর জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছার পর যাচাই-বাছাই শেষে মঙ্গলবার বেলা ১১টা ৪ মিনিটে তাকে মুক্তি দেওয়া হয়।
বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টুর কারামুক্তির খবরে গাজীপুর, টাঙ্গাইল ও ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে শত শত নেতাকর্মী কারাফটকে এসে ভিড় করেন।