বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মো. মঈনুল ইসলামকে কানাডায় যেতে বাধা দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। এসময় তার স্ত্রীও সাথে ছিলেন।
মঙ্গলবার সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটকে দেওয়া হয়।
পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মো. গোলাম রসুল গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
এ কর্মকর্তা বলেন, মইনুল ইসলামকে ‘অফলোড’ করা হয়েছে। তিনি দেশের বাইরে যাচ্ছিলেন, তাকে না যেতে অনুরোধ করা হয়েছে। বিডিআর বিদ্রোহের বিষয় নিয়ে গঠিত কমিশনকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য তাকে এই মুহূর্তে বিদেশ যেতে না করেছি।
তিনি আরও বলেন, মইনুল ইসলাম টরন্টো (কানাডার শহর) যাওয়ার জন্য বিমানবন্দরে গিয়েছিলেন। তাকে বলা হয়েছে, পিলখানা হত্যাকাণ্ড তদন্তে যে কমিশন গঠন করা হয়েছে, তাদের তথ্য দিয়ে সহযোগিতা করতে। এরপর তিনি বিদেশে যাবেন। তাকে আটক করা হয়নি।
ইমিগ্রেশন থেকে ফিরিয়ে দেওয়ার পর তিনি চলে গেছেন, কোথায় গেছেন আমরা জানি না বলেও জানান পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান।
২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর (বাংলাদেশ রাইফেলস) হত্যাকাণ্ডের পরপরই বাহিনীটির মহাপরিচালকের দায়িত্ব পান মইনুল ইসলাম। পরবর্তী সময়ে বিডিআরের নাম পরিবর্তন করে বিজিবি করা হয়। বাহিনীটির ইউনিফর্মেও পরিবর্তন আনা হয়।
মইনুল ইসলাম ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের ভাই।