বৃহস্পতিবার , ৯ জানুয়ারি ২০২৫ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

আলিয়া মাদরাসায় অস্থায়ী আদালতে আগুন

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ৯, ২০২৫ ১২:২৭ অপরাহ্ণ

রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতের একটি কক্ষে আগুন দেওয়া হয়েছে। আগুনে কিছু নথিপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে।

আজ বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে বলে দাবি চকবাজার থানা পুলিশের।

এ বিষয়ে চকবাজার থানার ওসি রেজাউল হোসেন গণমাধ্যমকে বলেন, আলিয়া মাদরাসা প্রাঙ্গণ তো অনেক বড়, দুটি গেট তালাবদ্ধ ছিল। বাইরে ছিল ফায়ার সার্ভিসের একটি গাড়ি। আজ ভোরে অন্ধকারের মধ্যে কে বা কারা আদালতের একটি কক্ষে আগুন দেয়। এতে কিছু কাগজপত্র আসবাবপত্র পুড়ে যায়।

তিনি আরও বলেন, কারা কাজটি করেছে সেটি জানা যায়নি। ফায়ার সার্ভিসকে কোনো কাজ করতে হয়নি। যদিও এর আগে গত ৫ আগস্টেই এই মাদ্রাসায় স্থাপিত আদালত প্রায় পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি ওসির।

 

সর্বশেষ - আইন-আদালত