রবিবার , ১৯ জানুয়ারি ২০২৫ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

আগামী নির্বাচন বিএনপির জন্য সহজ নয়: তারেক রহমান

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ১৯, ২০২৫ ১০:১৫ অপরাহ্ণ

আগামী নির্বাচন বিএনপির জন্য এতো সহজ নয়, জনগণ ম্যাটারস’ এ কথা স্মরণ করিয়ে দিয়ে দলের সর্বস্তরের নেতাকর্মীদের জনগণের পাশে থাকার নির্দেশ দিয়েছেন।

 

বিএনপি ছাড়া অন্য কেউ ক্ষমতায় এলে দেশের জন্য ভালো হবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপি বড় দল- এমন বাড়াই করে লাভ নেই, জনগণ মুখ ফিরিয়ে নিলে অস্তিত্ব থাকবে না। পাশাপাশি তিনি বলেন, পাঁচ আগস্টের পরে যারা ভোল পাল্টিয়ে দলে ভিড়তে চায়, তাদের ব্যাপারেও সতর্ক থাকতে হবে।

রোববার (১৯ জানুয়ারি) বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্ম বার্ষিকীর অনুষ্ঠানে লন্ডন থেকে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

এসময় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, সামনের নির্বাচন খুব বেশি সহজ হবে না।

আওয়ামী লীগকে গণহত্যার জবাব দিতে হবে উল্লেখ করে বিএনপির এই শীর্ষনেতা বলেন, অনেকেই ভোল পাল্টিয়ে দলে ভিড়তে চায়। নিজেদের রক্ষার জন্য তাদের প্রতিহত করতে হবে।

তিনি বলেন, খালেদা জিয়া সব চেয়ে বেশি খুশি হবেন, যদি তিনি শোনেন বিএনপিকে জনগণ সমর্থন দিয়েছে।

গত এক যুগেরও বেশি সময় বাধ্য হয়ে দেশের বাইরে আছি জানিয়ে তারেক রহমান বলেন, বিভিন্ন দলের মতামত ভিন্ন থাকতে পারে। তবে একটি জায়গায় যেকোনো মূল্যে এক জায়গায় থাকতে হবে।

সংবিধানের নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ে ভোট হতে হবে। তাছাড়া জবাবদিহিতা সৃষ্টি হবে বলেও উল্লেখ করেন তিনি।

জুলাই-আগস্টের আন্দোলেন বিএনপির অন্তত ৫০০ নেতাকর্মী শহীদ হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, যারা ১৫ বছর দেশে বিএনপি নেতাকমীদের ওপর হামলা, নির্যাতন করেছে তারা অনেকেই বিএনপিতে ঘিরতে চায়। তাদের কোনোভাবেই আশেপাশে আসতে দেওয়া যাবে না।

অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ ইতিহাস থেকে জিয়ার নাম মুছে ফেলতে চেয়েছিলো। কিন্তু তাদের নেতার ছবিই দেশের মানুষ নামিয়ে ফেলেছে। রাজনীতির সংস্কার ছিলো জিয়াউর রহমানের বড় সংস্কার।

সংস্কারের পর নির্বাচনকে খোঁড়া যুক্তি মন্তব্য করে তিনি বলেন, সংস্কারকে যদি কন্সটিটিউশনে নিতে চান তাহলেও একটা সংসদ দরকার।

এসময় দেশের অর্থনীতি ভালো না উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকারকে সেদিকে নজর দিতে হবে। তার সঙ্গে নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত