সাইবার আইন ও রাজনৈতিক মামলাগুলো ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তার মধ্যে আগামী দুই সপ্তাহের মধ্যে সাইবার আইনে করা সব মামলা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২১ জানুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় সাইবার আইনের বিষয়ে সংশোধনের কাজ করছে জানিয়ে তিনি জানান, ৩৩২টি স্পিচ অফেন্স মামলার বিচার এবং ৫৭টি বিচার চলছে। আগামী দুই সপ্তাহের মধ্যে সব প্রত্যাহার করা হবে।
আসিফ নজরুল বলেন, দেশের ২৫টি জেলায় আড়াই হাজার রাজনৈতিক হয়রানিমূলক বা গায়েবি মামলা চিহ্নিত করা হয়েছে। এসব মামলায় লাখ লাখ মানুষ আসামি। আগামী ফেব্রুয়ারির মধ্যে এসব মামলা প্রত্যাহার করা হবে।
তিনি বলেন, রাজনৈতিক হয়রানি বা গায়েবি মামলা হয়েছে আগের সরকারের আমলে। যেহেতু পাবলিক প্রসিকিউটর ছিলো না, তাই অনেক উদ্যোগ নেওয়া যায়নি।
সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে প্রজ্ঞাপন জারি হয়েছে জানিয়ে তিনি বলেন, এখন থেকে কাউন্সিলের মাধ্যমে বেটার নিয়োগ দিতে পারবো।
আগামী ছয় মাসের মধ্যে আইনি সব সংস্কার করা হবে। কমিশনের পরামর্শ/ সম্মতি নিয়েই তা করা হবে। প্রধান বিচারপতি ও আপিলের ডিভিশনে যারা বিচারপতি আছেন বিগত সরকার মতে তারা রায় দেবেন না বলেও জানান আইন উপদেষ্টা।
নির্বাচনের সঙ্গে বিচারের কোনো বিরোধ নেই উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে যদি ভারত ফিরিয়ে না দেয় তবে তা প্রত্যর্পণের সুস্পষ্ট লঙ্ঘন হবে। তাকে ফিরিয়ে আনার সব ধরনের চেষ্টা করা হবে। ইতিমধ্যে ইন্টারপোলের মাধ্যমে রেডঅ্যালার্ট জারি করা হয়েছে।
উচ্চ আদালতে এর আগে রাজনৈতিক বিবেচনায় বিচারক নিয়ে দেওয়া হয়েছে উল্লেখ করে আইন উপদেষ্টা আরও বলেন, এখন থেকে নিয়োগ হবে দক্ষতার ভিত্তিতে এবং দল নিরপেক্ষতার ভিত্তিতে। বিচারক নিয়োগের জন্য সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ করা হচ্ছে।