মঙ্গলবার , ২১ জানুয়ারি ২০২৫ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে অধ্যাদেশ জারি, গঠিত হবে কাউন্সিল

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ২১, ২০২৫ ১০:১০ অপরাহ্ণ

সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে অধ্যাদেশ জারি করা হয়েছে। অধ্যাদেশে সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠনের কথা বলা হয়েছে। এই কাউন্সিলের মাধ্যমেই বিচারপতিদের নিয়োগ দেয়া হবে। মঙ্গলবার (২১ জানুয়ারি) এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে সরকার।

এতে বলা হয়, বিচারপতি পদের জন্য উপযুক্ত ব্যক্তিদের বাছাই করার জন্য একটি স্থায়ী কাউন্সিল থাকবে। তা সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল নামে পরিচিত হবে। প্রধান বিচারপতি এই কাউন্সিলের চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করবেন।

কাউন্সিলের বাকি সদস্য হিসেবে আপীল বিভাগের একজন ও হাইকোর্ট বিভাগের দুইজন সবচেয়ে সিনিয়র বিচারক, আপীল বিভাগের একজন অবসরপ্রাপ্ত বিচারক, অ্যাটর্নি জেনারেল ও চেয়ারপারসনের মনোনীত একজন আইন বিশেষজ্ঞ থাকবেন।

অধ্যাদেশে আরও বলা হয়, সুপ্রিম কোর্টের রেজিস্টার পদাধিকারবলে এই কাউন্সিলের সচিব হিসেবে থাকবেন। তিনি কাউন্সিলকে প্রয়োজনীয় সাচিবিক সুবিধা দেবেন।

এর আগে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, বিচারক নিয়োগে নতুন অধ্যাদেশের আওতায় জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠন করা হবে। এর মাধ্যমে বিচারক নিয়োগে স্বচ্ছতা ও জবাবদিহিতা তৈরি হবে।

সর্বশেষ - রাজনীতি