পিলখানা হত্যাকাণ্ডে বিস্ফোরক আইনের মামলা ও হত্যা মামলা থেকে খালাস পাওয়া ১৭৮ জওয়ানের মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।
মঙ্গলবার (২১ জানুয়ারি) রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর মো. বোরহান উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, এ মামলায় গত ১৯ জানুয়ারি বিচারক একটি রায় দেন। সেখানে নিম্ন আদালত ও উচ্চ আদালতে সাজা পাওয়া আসামিরা ছাড়া বাকিদের জামিনের আদেশ দেন। আজ আদালত যাচাই-বাছাই করে এমন ১৭৮ জনের তথ্য পেয়েছে। তাদের কেউ কেউ মারা গেছেন। বুধবার (২২ জানুয়ারি) তাদের জামিননামা দাখিল করা হবে। এরপর তাদের জামিন সংক্রান্ত নথি কারাগারে গেলে তাদের নামে যদি অন্য কোনো মামলা না থাকে তাহলে তারা মুক্তি পাবেন।
এর আগে রোববার (১৯ জানুয়ারি) কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের ভেতর অস্থায়ী আদালতে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. ইব্রাহিম মিয়ার আদালত তাদের জামিনের আদেশ দেন।
ওই দিন আসামিপক্ষের আইনজীবী আমিনুল ইসলাম বলেছিলেন, তৎকালীন প্রসিকিউশন ইচ্ছে করে মামলা পিছিয়েছে। আগামী দুই দিন পর জামিননামা দাখিল করার পর তারা মুক্তি পাবেন। মুক্তি পেতে দুই থেকে তিন দিন লাগতে পারে।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। সে ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়। হত্যা মামলায় খালাস বা সাজাভোগ শেষে বিস্ফোরক মামলার কারণে ৪৬৮ জনের মুক্তি আটকে আছে।