মঙ্গলবার , ১১ জানুয়ারি ২০২২ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

জামিনে বেরিয়ে সাক্ষিকেই খুন করলেন খুনের মামলার আসামি

প্রতিবেদক

জানুয়ারি ১১, ২০২২ ৪:১৪ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীতে একটি হত্যাকাণ্ডের ঘটনায় আদালতে সাক্ষ্য দিয়েছিলেন লায়লা বেগম নামের এক নারী, তার স্বামী ও ছেলে। এর জের ধরেই ওই হত্যা মামলার আসামিরা প্রতিশোধ নিতে লায়লা ও তার পরিবারকে খুন করার পরিকল্পনা করে। সম্প্রতি জামিনে বেরিয়ে আসামিরা লায়লা ও তার ছেলের ওপর হামলা করে। এতে লায়লার মৃত্যু হয়। এ অভিযোগে আসামি মো. ইরানকে (৩৩) গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (১০ জানুয়ারি) রাতে চট্টগ্রামের মীরসরাই অর্থনৈতিক অঞ্চলের ভাবির মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের চট্টগ্রাম জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ।

র‍্যাব বলছে, লায়লা বেগম, তার স্বামী ও ছেলে একযুগ আগে সংঘটিত একটি হত্যাকাণ্ডের ঘটনায় আদালতে সাক্ষ্য দিয়েছিলেন। এর জের ধরেই ওই হত্যা মামলার আসামিরা প্রতিশোধ নিতে তাদের খুনের পরিকল্পনা করে। সম্প্রতি জামিনে বেরিয়ে আসামিরা ওই নারী এবং তার ছেলের ওপর হামলা করে। এতে ওই নারীর মৃত্যু হয়।

র‌্যাব-৭ এর হাটহাজারী ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান জানান, ২০০৯ সালের ১১ এপ্রিল ইরান ও তার দুই ভাই আরমান এবং ইমতিয়াজ মিলে তাদের আপন মামাতো ভাই এরশাদকে ছুরিকাঘাত করে খুন করে। এরশাদের বাড়ি ছিল তাদের পাশেই। বাড়ির সীমানা নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে চলা বিরোধের কথা এবং হত্যাকাণ্ডের নেপথ্যের আরও তথ্য পুলিশের কাছে প্রকাশ করেন এরশাদের চাচী লায়লা বেগম। সে সময় পুলিশ ইরান, আরমান ও ইমতিয়াজকে গ্রেপ্তার করে। এতেই ক্ষুব্ধ হন ইরান ও তার পরিবার। 

সর্বশেষ - আন্তর্জাতিক