সোমবার , ৩ ফেব্রুয়ারি ২০২৫ | ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

ফরিদপুরে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও গরু-ছাগল লুট

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ৩, ২০২৫ ৯:৪৯ অপরাহ্ণ

ফরিদপুর শহরতলির কানাইপুরে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় সংঘর্ষে নেতৃত্ব দেওয়া দুই নেতার বাড়িসহ অন্তত ২০টি বাড়িতে হামলা, ভাঙচুরের ও লুটপাটের ঘটনা ঘটে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে দফায় দফায় দুপুর পর্যন্ত সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের ফুসরা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কানাইপুরের ফুসরা গ্রামে একটি পক্ষের নেতৃত্ব দেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাশেম খান। অপর পক্ষের নেতৃত্ব দেন স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আক্কাস মাতুব্বর। রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে এলাকার একটি পুকুরে মাছ ধরা নিয়ে দুই পক্ষের দুই সমর্থকের মধ্যে প্রথম কথা-কাটাকাটি ও পরে হাতাহাতি হয়। এর জের ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

সোমবার সকাল ৮টার দিকে বিএনপি নেতা হাশেম খানের সমর্থকরা পার্শ্ববর্তী সালথার গোট্টি ইউনিয়নের ভাবুক থেকে কয়েকশ লোক নিয়ে এসে আওয়ামী লীগ নেতা আক্কাস মাতুব্বরের বাড়িসহ তার সমর্থকদের বাড়িঘরে হামলা করে ভাঙচুর করে। এসময় তারা ১০ লক্ষাধিক টাকার গরু-ছাগল লুটপাট করে নিয়ে যান। পরে আক্কাস মাতুব্বরের সমর্থকরা সংঘঠিত হয়ে বিএনপি নেতা হাশেম খার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন।

এ ঘটনায় কমপক্ষে ৮-১০ জন আহত হন। এদের মধ্যে তিনজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে কানাইপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বেলায়েত হোসেন বলেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আক্কাস মাতুব্বর ও হাশেম খানের মধ্যে আগে থেকেই বিরোধ চলে আসছিল। পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে আজ দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়।

আওয়ামী লীগ নেতা আক্কাস মাতুব্বর বলেন, ‘হাশেম খানের সমর্থকরা অতর্কিতভাবে আমারসহ আমার সমর্থকদের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এসময় তারা ১০ লাখ টাকার গরু-ছাগল লুটপাট করে।’

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

সাবেক কর্মকর্তারা জুলাই আন্দোলনে সেনাবাহিনীকে ‘বিদ্রোহ করতে বলেছিলেন’: সাখাওয়াত

৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

গাজীপুরে থানা ভবনের ব্যারাকে ঝুলছিল এসআইয়ের মরদেহ

হঠাৎ বুকের ব্যথায় অসুস্থ দেলাওয়ার হোসাইন সাঈদী আনা হয়েছে ঢাকায়

যুক্তরাষ্ট্রে আবার এলোপাতাড়ি গুলি, নিহত ১০

ভোটে গোপন কক্ষে সিসি ক্যামেরা নিয়ে প্রশ্ন তথ্যমন্ত্রীর

ভোট জালিয়াতি পাকিস্তানে তোলপাড়, সিইসি ও প্রধান বিচারপতির পদত্যাগ দাবি

সিলেটে নিষেধাজ্ঞার কবলে বিএনপির সমাবেশস্থল

বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ নিয়ে বিশাল সিদ্ধান্ত নিল পাকিস্তান

নারী আসন ও উচ্চকক্ষ নিয়ে একমত নয় দলগুলো: আলী রীয়াজ