আগামী সাতদিনের মধ্যে তিতুমীর বিশ্ববিদ্যালয় ইস্যুতে অন্তর্বর্তীকালীন সরকার পদক্ষেপ নেবে, এমন আশ্বাসে আমরণ অনশন ভাঙলেন কলেজটির শিক্ষার্থীরা। তবে এ বিষয়ে সরকার কোনো পদক্ষেপ না নিলে পরবর্তীতে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তারা।
সোমবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুজ্জামান ও সরকারি তিতুমীর কলেজ অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রাণী মন্ডলের উপস্থিতিতে অনশন ভাঙেন শিক্ষার্থীরা।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, আজকের আন্দোলনে অনেক পরীক্ষার্থী অংশ নিয়েছেন। আগামীকাল সাত কলেজের স্নাতক শ্রেণির একটি বর্ষের চূড়ান্ত পরীক্ষা আছে। সেটি স্থগিতের ঘোষণা দিতে হবে।
তবে এসময় অধ্যক্ষ শিক্ষার্থীদের জানান, বিষয়টি তার এখতিয়ারে নয়।
এদিকে উপস্থিত যুগ্ম সচিবকে সামনে রেখে শিক্ষার্থীরা আগামী সাতদিনের মধ্যে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য পূর্ণাঙ্গ রূপরেখা প্রণয়ন করার দাবি জানান।
এসময় যুগ্মসচিব আশ্বাস দিয়ে জানান, বিষয়গুলো নিয়ে কাজ করা হবে।
সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে বেশ কয়েক মাস ধরে আন্দোলন করে আসছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।
এ বিষয়ে ইতিবাচক সাড়া না পেয়ে গত বুধবার (২৯ জানুয়ারি) বিকেল থেকে দাবি আদায়ে আমরণ অনশনসহ বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।












The Custom Facebook Feed plugin