ফেব্রুয়ারি মাসেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে। চলতি মাসে দলের আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বাংলামোটর নতুন রাজনৈতিক দল গঠনের জনমত সংগ্রহ কর্মসূচি শুরু নিয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দীন এ তথ্য জানান।
তিনি বলেন, দলে যোগ দিতে হলে উপদেষ্টাদের অবশ্যই সরকারি পদ থেকে পদত্যাগ করতে হবে।
এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, জুলাই আন্দোলনে ফ্যাসিবাদকে হটাতে পারলেও এখনো বিভিন্ন জায়গায় তাদের বিচরণ রয়েছে। আমরা পরোপুরিভাবে এখনো বিজয় লাভ করতে পারিনি। রাজনৈতিক দলগুলো ও রাজনৈতিক কাঠামো মানুষের আশা-আকাঙ্ক্ষা ধারণ করতে ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, ২৪ পরবর্তী স্পিরিট ধারণ করে আমরা মানুষের আশা-আকাঙ্ক্ষার কথা মাথায় রেখে নতুন দল গঠনের সিদ্ধান্ত নিয়েছি। প্রতিটা মানুষের নানা মত ধারণ করে ফ্যাসিবাদ পরবর্তী সময়ে মানুষ কেমন বাংলাদেশ দেখতে চায় সেই প্রত্যাশায় রাজনৈতিক দলগুলো থেকে কি চায় মানুষ সে হিসেবেই আমরা নতুন দল গঠন করতে যাচ্ছি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ৫ আগস্টের পর বাংলাদেশ থেকে শেখ হাসিনা ও ছাত্রলীগের চ্যাপ্টার শেষ। হাসিনার পুনর্বাসন বাংলাদেশে হতে দেয়া হবে না। মিডিয়াতে হাসিনার বক্তব্য না প্রচার করার আহ্বান জানাচ্ছি। তার ভাষণ প্রচার করলে ধরে নেয়া হবে তারা ফ্যাসিস্টদের দোসর।
এ সময় নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, আমরা মানুষের কাছে কাছে যাবো। ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ -এ স্লোগানকে সামনে রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির যৌথ উদ্যোগে নতুন রাজনৈতিক দল গঠনের জন্য অনলাইন ও অফলাইনে ক্যাম্পেইন শুরু হয়েছে। এ ক্যাম্পেইনের মাধ্যমে দলের কাছে মানুষের কী প্রত্যাশা তা জানা হবে।













The Custom Facebook Feed plugin