সোমবার , ১০ ফেব্রুয়ারি ২০২৫ | ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

এক ঘন্টা সড়ক আটকে সড়ক  ছাড়লেন প্রবাসীরা

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ১০, ২০২৫ ২:০৮ অপরাহ্ণ

হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের সড়কের অবরোধ তুলে নিয়েছেন জুলাই আন্দোলনে অংশ নেয়া প্রবাসীরা।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল এগারোটা থেকে প্রায় একঘণ্টা সড়কটি আটকে বিক্ষোভ করেন তারা। পরে ৫ সদস্যদের একটি দল প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে গেলে সড়ক ছেড়ে দেয় আন্দোলনকারীরা।

বিক্ষোভে অংশ নেয় আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ মধ্য প্রাচ্যের কয়েকটি দেশের প্রবাসীরা।

তাদের দাবি, ছাত্র-জনতার আন্দোলনে সমর্থন জানিয়ে আন্দোলন করে প্রবাসে গ্রেপ্তার হন অনেকেই। পরে শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকারের সহযোগিতায় কারাগার থেকে বের হয়ে দেশে ফিরে আসেন। তাই তারা তাদের কর্মসংস্থানসহ পাঁচ দফা দাবি জানাচ্ছেন।

probasi1

এরমধ্যে পুনরায় বিদেশে গিয়ে কাজের সুযোগ চান প্রবাসীরা। একইসঙ্গে ওইসব দেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচারের দাবি জানান তারা।

জুলাই আন্দোলনে সমর্থনকারী প্রবাসীদের ৫ দফা দাবি হলো-

  • পুনর্বাসন ব্যবস্থা করতে হবে।
  • দুবাইতে নো-এন্ট্রি তুলে দিতে হবে।
  • চলমান গ্রেপ্তার বন্ধ ও বন্দিদের মুক্তি।
  • দোষীদের বিচার করতে হবে।
  • ক্ষতিগ্রস্ত প্রবাসীদের জন্য ফাউন্ডেশন গঠন করতে হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক