কড়া নিরাপত্তায় দিল্লির মাওলানা আব্দুস সাত্তারের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের প্রথম দিন।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শুরু হয় খিত্তায় খিত্তায় তালিম। এ সময় সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও বধিরদের নিয়ে আলাদা বয়ানের ব্যবস্থা করা হয়।
তাবলীগ জামায়াতের নিজামুদ্দিন অনুসারীর মিডিয়া সমন্বয়ক মো. সায়েম বলেন, এবারই প্রথম একই সঙ্গে পবিত্র শবে বরাত ও জুম্মার নামাজ অনুষ্ঠিত হচ্ছে ইজতেমার ময়দানে। পাশাপাশি সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
জুমার নামাজের পর বয়ান করবেন কাকরাইল মসজিদের মাওলানা ওয়াসিফুল ইসলাম, আসরের নামাজের পর বয়ান করবেন হাফেজ মনজুর। এসব বয়ান তরজমা করবেন মাওলানা রুহুল আমিন। মাগরিবের নামাজের পর বয়ান করবেন মাওলানা জমশেদ। তার বয়ান তরজমা করবেন মাওলানা মুনির বিন ইউসুফ।
শনিবার আসরের নামাজের পর বয়ান শেষে ময়দানে যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হবে।