রবিবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

মালিতে স্বর্ণখনি ধসে নিহত ৪৮

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ১৬, ২০২৫ ১১:২৫ অপরাহ্ণ

আফ্রিকার দেশ মালিতে একটি অবৈধ স্বর্ণখনি ধসে অন্তত ৪৮ জন নিহত হয়েছেন।আহত হয়েছেন আরও অনেকে। গতকাল শনিবার দেশটির পশ্চিমাঞ্চলে অবৈধভাবে পরিচালিত ওই স্বর্ণের খনিতে ধস নামে। কর্তৃপক্ষ এবং স্থানীয় সূত্রের বরাত দিয়ে মালির বামাকো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

বিশ্বের দরিদ্রতম দেশগুলোর মধ্যে মালি একটি। একইসঙ্গে এটি আফ্রিকার শীর্ষস্থানীয় স্বর্ণ উৎপাদনকারী দেশগুলোর মধ্যে একটি। দেশটিতে মূল্যবান ধাতুটির অনিয়ন্ত্রিত খনির নিয়ন্ত্রণ করার জন্য কর্তৃপক্ষ লড়াই করে যাচ্ছে। খনির স্থানগুলোতে নিয়মিতভাবে মারাত্মক ভূমিধসের কারণে এসব দুর্ঘটনা ঘটে থাকে।

পুলিশের এক সূত্র জানায়, খনি ধসে ৪৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কয়েকজন পানিতে পড়ে মারা গেছেন। তাদের মধ্যে একজন নারী ছিলেন এবং তার পিঠে শিশুও ছিল।

স্থানীয় এক কর্মকর্তা ধসের বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যদিকে কেনিয়েবা স্বর্ণখনি শ্রমিক সমিতিও ৪৮ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এই নিয়ে দেশটিতে খনিধসে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮০০ জনে।

সর্বশেষ - বাংলাদেশ