জাগো বাহে তিস্তা বাঁচাই’-স্লোগানে নদী রক্ষার আন্দোলনের ৪৮ ঘণ্টা অবস্থান কর্মসূচির দ্বিতীয় দিনের শুরুতে পদযাত্রায় মানুষের ঢল নেমেছে তিস্তাপাড়ে।
তিস্তার পানির ন্যায্য হিস্যা ও খনন প্রকল্প বাস্তবায়নের দাবিতে উত্তরের পাঁচ জেলায় ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচির শেষ দিন আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি)। চলছে নানা কর্মসূচি। লালমনিরহাটের তিস্তা পয়েন্টের সেতু থেকে রংপুরের কাউনিয়া পর্যন্ত গণপদযাত্রা অনুষ্ঠিত হবে।
দুপুর ১২ টায় তিস্তার পানিতে নেমে প্ল্যাকার্ড প্রদর্শন ও সংগীত পরিবেশন করা হবে। দিনভর কর্মসূচি শেষে সন্ধ্যায় সমাপনীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন।
সোমবার দুপুরে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির ব্যানারে তিস্তা নদী পাড়ের ১১ জায়গায় একযোগে এই কর্মসূচি শুরু হয়। উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ১৫ বছরে আওয়ামী লীগ তাদের বন্ধু দেশের কাছ থেকে এক ফোটা পানিও আনতে পারেনি।


















