রবিবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৫ | ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

রাজনৈতিক অস্থিতিশীলতায় সংস্কার বাস্তবায়ন অসম্ভব: তারেক রহমান 

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ৭:১৮ অপরাহ্ণ

রাজনৈতিক স্থিতিশীলতা না এলে কোনো সংস্কার প্রস্তাবই বাস্তবায়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে ‘দেশকে ধ্বংসের দ্বার প্রান্ত’ থেকে ফিরিয়ে আনতে যতো দ্রুত সম্ভব নির্বাচনের তাগিদ দিয়েছেন তিনি।

তারেক রহমান বলেন, সরকারের কিছু লোকজনের কথাবার্তায় মনে হচ্ছে তারা তাদের মূল লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যাচ্ছেন। তার মতে, সংসদ কার্যকর হতে যতো সময় লাগবে, ততোই বাড়বে দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিকসহ সব ক্ষেত্রের অস্থিরতা বাড়বে।

আওয়ামী লীগ যখন দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল, তখন বিএনপি ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছিল বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা বার আইনজীবী ফোরাম আয়োজিত ৩১-দফা প্রশিক্ষণ কর্মশালায় ভার্চ্যুয়ালি অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, কোন নির্বাচন আগে বা পরে তা নিয়ে দাবি থাকতেই পারে। দেশে একটি অস্থিরতা বিরাজ করছে। অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত দেশের মানুষকে সিদ্ধান্ত নিতে সহায়তা। কিন্তু অনেকের কথা শুনে মনে হচ্ছে- সরকার তাদের লক্ষ্য থেকে বিচ্যুত হচ্ছে। এতে রাজনীতিতে দ্বিধা-দ্বন্দ্ব, অস্থিরতা আরও বাড়াবে। এমন হলে অর্থনীতিও বিপদের মুখে পড়বে। তাই মূল লক্ষ্য হওয়া উচিত, দেশকে যতো দ্রুত সম্ভব স্থিতিশীলতা অবস্থায় ফিরিয়ে আনা।

বিএনপির শীর্ষ এই নেতা বলেন, স্বৈরাচার ব্যবস্থা থেকে বের হতে হলে একজন ব্যক্তি দুই বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। বিএনপি সেটা বাস্তবায়ন করতে চায়। কিন্তু সংসদবিহীন কোনো সরকারের সেটি করা সম্ভব নয়। যারা সংস্কারের কথা বলছেন, এদের মতো ২০০৮ সালেও সংস্কারের কথা বলা হয়েছিল। কিন্তু পরবর্তীতে সেটা আর স্বৈরাচার সরকার করেনি। ২০০৮ সালে নির্বাচনে ঘাপলা ছিল। সাবেক প্রধানমন্ত্রীর কথায় সেগুলো প্রমাণিত হয়েছিল। ২০০৮ সালে জনগণের প্রকৃত ভোটে তারা ক্ষমতায় আসেনি।

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, বিশেষ একটি দেশকে সুবিধা দেওয়ার জন্য পতিত স্বৈরাচার সরকার শিক্ষা স্বাস্থ্যসহ গুরুত্বপূর্ণ খাত ইচ্ছা করে ধ্বংস করেছিলো।

তারেক রহমান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফা নিয়ে প্রথম ২৭ দফা প্রস্তুত করে বিএনপি। পরবর্তীতে অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে ৩১ দফা প্রণয়ন করা হয়েছে।

তিনি বলেন, যে সময় কেউ সাহস করেনি, তখন বিএনপি ৩১ দফা উপস্থাপন করেছে। আজ যারা সংস্কার প্রস্তাবনা দিয়েছে, তাদের অনেকেই তখন সংস্কারের ধারেকাছেও ছিলেন না।

বিগত ১৭ বছরে মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় যারা সোচ্চার ছিলেন, তারা বৈষম্যের শিকার হয়েছেন।

সর্বশেষ - বাংলাদেশ