মঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই পুলিশ হাসপাতালে

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ৮:০৯ অপরাহ্ণ

চট্টগ্রামের ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দুই জনকে আটক, দেশীয় অস্ত্র এবং ছিনতাইয়ের টাকা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ বারিকবিল্ডিং মোড়ে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এসআই) জামিল এবং নজরুল। আটকরা হলেন- তারেক এবং জুয়েল।

স্থানীয়রা জানায়, বারিকবিল্ডিং মোড়ে ইটের দেওয়াল দিয়ে ঘেরা একটি খালি জায়গায় একটি টিনশেড ঘরে ছিনতাইকারীদের ধরতে অভিযানে যায় পুলিশ। তাদের ছুরিকাঘাতের পর বিষয়টি জানাজানি হয়।

তাদের ভাষ্য, ওই জায়গায় ছিনতাইকারীদের আস্তানার কথা ছিল ‘ওপেন সিক্রেট’। সদরঘাট, বন্দর ও ডবলমুরিং থানা পুলিশেরও জানা ছিল বিষয়টি।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) মোহাম্মদ হোসাইন কবির বলেন, ছিনতাইকারীদের ধরতে গিয়ে ছুরিকাঘাতে দুই জন এসআই আহত হয়েছেন। ঘটনাস্থলে ছয় জন ছিনতাইকারী ছিল। ছিনতাই করা কিছু টাকা-পয়সা উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, গোপন খবরে ওই জায়গায় অভিযান চালানো হয়। সময় দুই পুলিশকে ছুরিকাঘাত করা হলে থানা ও গোয়েন্দা পুলিশ গিয়ে দুই জনকে আটক করে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

সর্বশেষ - আইন-আদালত