বৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৫ | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

আজ বিএনপির বর্ধিত সভা নির্বাচনমুখী বার্তা দিতে পারেন তারেক রহমান

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ১০:৪৫ পূর্বাহ্ণ

জাতীয় সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠে আজ বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি সকাল ১০টায় বসতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত বিএনপির বর্ধিত সভা। এতে সভাপতিত্ব করবেন লন্ডন থেকে ভার্চুয়ালি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উদ্বোধনী ও সমাপনী পর্বে নেতাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন তিনি।

দলটির নীতিনির্ধারকরা বলছেন, জাতীয় নির্বাচন,আন্দোলনের প্রস্তুতিসহ নানা কর্মপরিকল্পনা নির্ধারণে বর্ধিত সভা করছে বিএনপি। এবারের সভায় মূলত চারটি ইস্যু গুরুত্ব দেওয়া হতে পারে। এগুলো হলো- ৫ আগস্টের পর দেশের চলমান পরিস্থিতি, ত্রয়োদশ সংসদ নির্বাচন, দলীয় শৃঙ্খলা বজায় রাখা, মিত্র দলগুলোর সঙ্গে সম্পর্ক অটুট রাখা।

সংশ্লিষ্ট সূত্র মতে, সম্প্রতি বিভিন্ন মহল থেকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের যে দাবি উঠেছে, সেটাকে খুব গুরুত্ব দেবে না বিএনপি; বরং দলটি জাতীয় নির্বাচনকে মুখ্য করেই পরবর্তী সাংগঠনিক কর্মসূচি তৈরির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। পবিত্র রমজান ও ঈদুল ফিতরের পরপরই নির্বাচনকেন্দ্রীক এ কর্মসূচি ও তৎপরতা শুরু হবে। দলের বর্ধিত সভার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনমুখী কার্যক্রম শুরু হবে।

সর্বশেষ ২০১৮ সালের ৩ ফেব্রুয়ারি রাজধানীর ‘লো মেরিডিয়ানে’বর্ধিত কমিটির সভা হয় যেখানে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বক্তব্য দেন। এর চারদিন পর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় ৮ ফেব্রুয়ারি জেলে যান বিএনপি চেয়ারপারসন।

এদিকে বর্ধিত সভার শুরুতে ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’ শীর্ষক প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হবে। এই প্রমাণ্যচিত্র তৈরি করেছে বর্ধিত সভা বাস্তবায়ন মিডিয়া উপ-কমিটি। এ ছাড়া বর্ধিত সভা উপলক্ষে আমরা বিএনপি পরিবার ‘আস্থা’নামে একটি ম্যাগাজিন প্রকাশ করেছে। এরপর রুদ্ধদ্বার কর্ম অধিবেশন, যেখানে তৃণমূলের নেতৃবৃন্দের বক্তব্য দেবেন। সমাপনীতে তারেক রহমান নীতিনির্ধারণী বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

বর্ধিত সভা সুশৃঙ্খল ও সফলভাবে অনুষ্ঠানের জন্য ৬টি উপকমিটি করা হয়েছে। এগুলো হচ্ছে- ব্যবস্থাপনা কমিটি (আহ্বায়ক-শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি), অভ্যর্থনা কমিটি (আহ্বায়ক হাবিব উন-নবী খান সোহেল), আপ্যায়ন কমিটি (আহ্বায়ক এম রশিদুজ্জামান মিল্লাত), শৃঙ্খলা কমিটি (আহ্বায়ক সুলতান সালাউদ্দিন টুকু), মিডিয়া কমিটি (আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল) এবং চিকিৎসাসেবা কমিটি (আহ্বায়ক রফিকুল ইসলাম)। কেন্দ্রীয় দফতর জানায়, আমন্ত্রিত অতিথিরা নয়াপল্টনের কার্যালয় থেকে ছবিযুক্ত আইডি কার্ডও নিয়ে গেছেন অধিকাংশই। গণমাধ্যম ও ইলেকট্রনিক মিডিয়ার জন্য আলাদা করে কার্ডের ব্যবস্থা করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত ছয় স্তরের সাড়ে তিন হাজারের বেশি নেতৃবৃন্দ এই বর্ধিত সভায় অংশ নিচ্ছেন। দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য, চেয়ারপারসনের উপদেষ্টা সদস্য, জাতীয় নির্বাহী কমিটির সকল কর্মকর্তা ও সদস্যগণ, সকল মহানগর, জেলা, থানা-উপজেলা-পৌর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও সদস্য সচিবগণ রয়েছেন। বিএনপির ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনে সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও সদস্য সচিবগণ রয়েছেন। ২০১৮ সালের একাদশ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থী এবং মনোনয়ন ইচ্ছুক যে-সব প্রার্থী প্রাথমিক পত্র পেয়েছিলেন তারাও এই সভায় থাকছেন। আমন্ত্রিত অতিথিদের জন্য সকালের নাস্তা, দুপুরে খাবার, বিকালে স্ন্যাকসের ব্যবস্থা রাখা হয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত থাকবে চা-কফির ব্যবস্থা।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বৃহস্পতিবার সকাল ১০টায় বর্ধিত সভা শুরু হবে। আমাদের প্রস্তুতি পুরোদমে চলছে। আমন্ত্রিত নেতৃবৃন্দ যারা আসবেন তাদের খাওয়া-দাওয়া, ডাইনিং, স্যানিটেশন, চিকিৎসা সেবা প্রভৃতি বিষয়ে আমাদের যারা দায়িত্বে আছেন তারা তদারকি করছেন। মেডিক্যাল থাকবে যেখানে সার্বক্ষণিক তিনটি অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকবে। একটি ফিল্ড হাসপাতাল থাকবে যেখানে কিছু বেড থাকবে জরুরি চিকিৎসা সেবা দেবার জন্য।

বর্ধিত সভায় থেকে কি বার্তা আসতে পারে জানতেই চাইলে ভিওডি বাংলাকে রিজভী বলেন, যে সমস্ত নেতৃবৃন্দ বর্ধিত সভায় আসবেন, যাদেরকে ডাকা হয়েছে তাদের বক্তব্যের ওপর ভিত্তি করেই … কী চান তারা? তারা অনেকদিন ধরেই আমাদের এত বড় আন্দোলন গেলো, আরও নানা বিষয় আছে… কী ধরনের প্রস্তাব গ্রহণ করা যায় তাদের বক্তব্যের মধ্যে দিয়ে সেটা আসবে।

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, বিগত ১৫ বছর ফ্যাসিবাদেত দুঃশাসনের কারণে দলের সাংগঠনিক কর্মকাণ্ড তেমনভাবে করা সম্ভব হয়নি। গত ৫ আগস্টের পর সারা বাংলাদেশে দলের পক্ষ থেকে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করেছি। সবকিছু মিলে সাংগঠনিক দক্ষতাকে আমরা প্রাধান্য দিচ্ছি। সেই সাথে একটি স্লোগানকে প্রাধান্য দিচ্ছি ‘ সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র।’

জাতীয় সংসদ ভবনের এলডি হল মাঠে চলছে আয়োজনের নানা প্রস্তুতি। নিয়মিত পরিদর্শন আর তদারকি করছে দলের দায়িত্বশীল নেতারা। তারা জানান, এই সভায় তৃণমূলের নেতাকর্মীদের মতামতকে প্রাধান্য দিবে বিএনপি। যেকোনো ষড়যন্ত্রের মুখে নিজেদের ঐক্য অটুট রাখার বিষয়টি গুরুত্ব পাবে এই সভায়। নেতারা জানান, দলের কর্মপরিকল্পনা, আগামী নির্বাচন আর প্রয়োজনে আন্দোলনের জন্য প্রস্তুত থাকার নির্দেশনা থাকবে দলীয় নেতাকর্মীদের প্রতি।

বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেন, দলের রাজনীতি মাঠে যারা করেন, তাদের মতামত কি কিংবা তারা কি চিন্তা করছে; সেটিকে প্রাধান্য দিয়েই আমরা পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে।

বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আলমগীর পাভেল জানান, দলের সর্বোচ্চ পর্যায় থেকে মতামতগুলো তৃণমূলের নেতাকর্মীদের জানিয়ে দেয়া হয়। চলমান ষড়যন্ত্র দেশীয় এবং আন্তর্জাতিক। সবগুলোকে পর্যবেক্ষণ করে কর্মপরিকল্পনা নির্ধারণ করাই হলো এই বর্ধিত সভার মূল প্রতিপাদ্য বিষয়।

আগামীকালের বর্ধিত সভাকে ঘিরে বিএনপির পক্ষ থেকে বেশ কয়েকটি কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্র থেকে তৃণমূলের নেতাকর্মীরা উৎসাহ আর আগ্রহ নিয়ে অপেক্ষায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তার।

বিএনপির সূত্র থেকে জানা গেছে, নির্বাচনের সময় নিয়ে সরকার বা অন্য কোনো পক্ষ বাড়াবাড়িতে গেলে বিএনপি মাঠের কর্মসূচি জোরদার করবে। একই সঙ্গে সংস্কারের নাম করে ভোটের তারিখ পেছানোর চেষ্টাও বিএনপি মেনে না।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমাদের নেতা-কর্মীরা নির্বাচনমুখী হয়ে গেছে, জনগণ নির্বাচনমুখী হয়ে গেছে। মানুষ অপেক্ষা করছে নির্বাচনের জন্য।’

সর্বশেষ - আন্তর্জাতিক