শুক্রবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৫ | ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ: অমিত শাহ

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ১১:০২ অপরাহ্ণ

বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের অবৈধভাবে ভারতে প্রবেশ, নথি প্রাপ্তি ও বসতি স্থাপনে সহায়তা করা নেটওয়ার্কের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বৃহস্পতিবার তিনি নির্দেশ দেন বলে ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে।

দিল্লির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত, স্বরাষ্ট্রমন্ত্রী আশীষ সুদ, দিল্লি পুলিশের কমিশনার সঞ্জয় অরোরার সঙ্গে উচ্চ পর্যায়ের এক বৈঠকের পর অমিত শাহ ওই নির্দেশনা দিয়েছেন।

দিল্লির মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এক দশক পর বৃহস্পতিবার প্রথমবারের মতো ওই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে অমিত শাহ বলেছেন, অবৈধ অনুপ্রবেশকারীদের বিষয়টি ভারতের জাতীয় নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট এবং এটি কঠোরভাবে মোকাবিলা করা উচিত। একই সঙ্গে অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত ও প্রত্যাবাসনের নির্দেশনাও দেন তিনি।

দিল্লির শালিমার বাঘ থেকে নির্বাচিত বিজেপির বিধায়ক রেখা গুপ্তের মুখ্যমন্ত্রী হিসাবে অভিষেকের কয়েকদিন পর ওই বৈঠক আয়োজন করা হয়। গত ২০ ফেব্রুয়ারি দিল্লির চতুর্থ নারী মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন রেখা গুপ্ত।

অমিত শাহর বরাত দিয়ে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের দেশে প্রবেশ, তাদের নথিপত্র তৈরি ও বসবাসের ব্যবস্থা করা পুরো নেটওয়ার্কের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অবৈধ অনুপ্রবেশকারীদের বিষয়টি জাতীয় নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট, এটি কঠোরভাবে মোকাবেলা করা উচিত। অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত ও প্রত্যাবাসন করতে হবে।

বৈঠকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রত্যাশা অনুযায়ী, দিল্লির ডাবল ইঞ্জিন সরকার উন্নত ও নিরাপদ দিল্লি গড়ার জন্য দ্বিগুণ গতিতে কাজ করবে।

সূত্র: এএনআই

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশে গণতন্ত্রকে সমর্থন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র

উপজেলা নির্বাচন: ভোটগ্রহণ শেষ, এবার গণনা

ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ হচ্ছে: আইনমন্ত্রী

বিদেশী লিগে খেলার স্বপ্ন পূরণ হচ্ছে মাসুরা-রূপনার

আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়াবাড়ি: ‘জড়িতরা গ্রেফতার হচ্ছে, তদন্ত করে আরও ধরা হবে’

প্রাথমিকের ৩২ হাজার শূন্য পদে প্রধান শিক্ষক নিয়োগের নির্দেশ

রাষ্ট্রপতিকে সংলাপের উদ্যোগ নিতে বললেন জাপা চেয়ারম্যান

হামাস ইসরাইলে অকারণে হামলা করেনি: জাতিসংঘ মহাসচিব

রাখাইনে সংঘাতের মধ্যে পাচার হচ্ছে ভোগ্যপণ্য ও জ্বালানি তেল, আসছে মাদক

অপু বিশ্বাস আর বুবলীর বাগযুদ্ধ এখন যোগাযোগমাধ্যমে