শনিবার , ১ মার্চ ২০২৫ | ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

বাড়িতে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

প্রতিবেদক
Newsdesk
মার্চ ১, ২০২৫ ১:২২ অপরাহ্ণ

বগুড়ায় বাড়িতে ঢুকে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে। স্থানীয়দের ভাষ্য, বিয়ে, বিচ্ছেদসহ পারিবারিক কলহ এই ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার সাবগ্রাম মধ্যপাড়ায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মেয়ে ছকিনা বেগম (৩৫) ও মা আনোয়ারা বেগম (৫৮)।

স্বজনরা জানান, বগুড়া সদরের আকাশতারা এলাকার রুবেল হোসেনের সঙ্গে সাত বছর আগে ছকিনার বিয়ে হয়। পরে পারিবারিক কলহের জেরে প্রায় এক মাস আগে তাদের বিচ্ছেদ হয়। রাতে রুবেল তার প্রাক্তন স্ত্রী ছকিনার বাড়িতে গেলে তর্ক শুরু হয়। এক পর্যায়ে রুবেল ধারালো অস্ত্র দিয়ে ছকিনাকে কুপিয়ে আহত করে। এই সময় বাধা দিতে গেলে ছকিনার মা আনোয়ারা বেগমকেও কুপিয়ে আহত করা হয়। তাদের চিৎকার  শুনে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ ও (শজিমেক) হাসপাতালে পাঠায়।

শজিমক হাসপাতালের চিকিৎসকরা জানান, শনিবার ভোরে ছকিনা ও বেলা সাড়ে ১০টার দিকে তার মায়ের মৃত্যু হয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ - রাজনীতি