বুধবার , ৫ মার্চ ২০২৫ | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

আগামী নির্বাচনের জন্য দোয়া চাইলেন শাজাহান খান

প্রতিবেদক
Newsdesk
মার্চ ৫, ২০২৫ ১২:৫২ অপরাহ্ণ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারার জন্য দোয়া চেয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান। কারাজীবন থেকে মুক্তি পেয়ে দেশে শান্তি-শৃঙ্খলা কীভাবে ফিরিয়ে আনা যায় সেজন্যও তিনি দোয়া চেয়েছেন।

জুলাই আন্দোলনে যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া হত্যা মামলায় আজ বুধবার (৫ মার্চ) সকালে গ্রেফতার দেখানোর বিষয়ে শুনানির আগে আদালতে তোলার আগে দোয়া চান শেখ হাসিনা সরকারের সাবেক এই প্রভাবশালী মন্ত্রী।

আজ সকাল ১০টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় আনিসুল হক, শাজাহান খান, কামাল মজুমদার, আতিকুল ইসলাম, সোলায়মান সেলিমসহ অন্য আসামিদের।

এ সময় শাজাহান খানের কাছে এক সাংবাদিক জানতে চান, তিনি কেমন আছেন? জবাবে আওয়ামী লীগের এ নেতা বলেন, আছি তোমাদের দোয়ায়। দোয়া করবা আমার জন্য।

তখন ওই সাংবাদিক বলেন, কী দোয়া করবো? উত্তরে শাজাহান খান বলেন, দোয়া করবা যেন তাড়াতাড়ি মুক্তি পেয়ে দেশে শান্তি-শৃঙ্খলা কীভাবে ফিরিয়ে আনা এবং আগামী নির্বাচনে কীভাবে অংশগ্রহণ করতে পারি… এ সমস্ত বিষয়ে দোয়া করবা।

তখন ওই সাংবাদিক আবার বলেন, সবাই বলছে আপনারা দেশের বারোটা বাজিয়েছেন। তখন শাজাহান খান বলেন, আমরা বারোটা বাজিয়েছি না কারা বারোটা বাজিয়েছে এটা সামনে প্রমাণিত হবে।

পরে তাদেরকে আদালত থেকে নামিয়ে সিএমএম আদালতের হাজতখানার উদ্দেশ্যে নেয়া হয়। তখন আরেক সাংবাদিক শাজাহান খানকে জিজ্ঞাসা করেন, কারাগারে কেমন আছেন? উত্তরে তিনি বলেন, খুব ভালো আছি। কারাগারে থেকে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছি।

সর্বশেষ - আন্তর্জাতিক