রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিটিটিসি ইউনিট।
গ্রেপ্তাররা হলেন- মনিরুল ইসলাম (৪০), মোহতাসিন বিল্লাহ (৪০) ও মাহমুদুল হাসান (২১)।
শুক্রবার (৭ মার্চ) সিটিটিসি থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন খবর আসে, নিষিদ্ধ সংগঠনটির কতিপয় সদস্যরা সাত মার্চ বাইতুল মোকাররাম মসজিদ এলাকায় ‘মার্চ ফর খিলাফা’ নামক একটি সমাবেশ পালনে গোপনে পরিকল্পনা করছিল। পরে তাদের অভিযান চালিয়ে গ্রেপ্তার এবং মামলা দায়ের করা হয়।
সিটিটিসি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তররা এসব স্বীকার করেছেন এবং তাদের কাছ থেকে জব্দ আলামত থেকে প্রাথমিকভাবে এর সত্যতা পাওয়া গেছে।
তাদের সহযোগীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সিটিটিসি চেষ্টা চালাচ্ছে বলেও ডিএমপির ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়।












The Custom Facebook Feed plugin